২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন সিং ও গীতা বাসরার। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। এ দিন তাঁদের মেয়েকেই হাতে একটি বাচ্চাদের জামা নিয়ে নতুন অতিথি আসার কথা জানাতে দেখা গিয়েছে। তার হাতের জামায় লেখা রয়েছে, 'খুব তাড়াতাড়ি বড় দিদি হতে চলেছি'। পোস্টে জানানো হয়েছে এ বছরের জুলাইতেই তিন থেকে চার হতে চলেছেন তাঁরা।
advertisement
গীতা এক সময় চুটিয়ে অভিনয় করতেন । এখনও ফিগার মেনটেইন করেন তিনি । গর্ভাবস্থাতেও এর ব্যতিক্রম হল না । চুটিয়ে যোগ ব্যায়াম করছেন গীতা । সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । মা হওয়া মানেই দৈনন্দিন রুটিন ভুলে যাওয়া নয়, তা বারবারই দেখিয়েছেন বলিউডের আধুনিক মায়েরা । করিনা কাপুর খান সম্প্রতি জন্ম দিয়েছেন তাঁর দ্বিতীয় সন্তানের । গর্ভাবস্থায় তিনিও নিয়মিত যোগা, প্রাণায়াম, শরীরচর্চা করে গিয়েছেন । এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছেন আর এক ক্রিকেটার ঘরণী ও বলি-নায়িকা অনুষ্কা শর্মা । সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা । এর মধ্যে শ্যুটিংও শুরু করে দিয়েছেন । সুপার ফিট নায়িকাকে দেখে বোঝার উপায় নেই তিনি সদ্যই মা হয়েছেন । গর্ভাবস্থাতেও চুটিয়ে শরীরচর্চা করেছিলেন তিনি ।