TRENDING:

Geeta Basra: পেট নীচে, মাথা উপরে! বেবি বাম্প নিয়েই ব্যায়াম করছেন হরভজনের স্ত্রী গীতা বসরা

Last Updated:

গীতা এক সময় চুটিয়ে অভিনয় করতেন । এখনও ফিগার মেনটেইন করেন তিনি । গর্ভাবস্থাতেও এর ব্যতিক্রম হল না ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের বাবা-মা হতে চলেছেন অভিনেত্রী গীতা বাসরা ও প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। খুব শীঘ্রই দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন গীতা। ২০২১-এর জুলাইতে দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা সম্প্রতি ঘোষণা করেছেন গীতা। সোশ্যাল মিডিয়ায় মেয়ে ও স্বামীর সঙ্গে ছবি পোস্ট করে নিজেই খুশির খবর শেয়ার করেছেন তিনি। তার পর থেকেই ইনস্টাগ্রামে কমেন্টের বন্যা বয়ে যাচ্ছে। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারকেও এ দিন শুভেচ্ছা জানিয়েছেন তাঁর পুরনো সতীর্থরা। তালিকায় রয়েছেন সুরেশ রায়না থেকে নেহা ধুপিয়া সকলেই।
advertisement

২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন সিং ও গীতা বাসরার। তাঁদের এক কন্যাসন্তান রয়েছে। এ দিন তাঁদের মেয়েকেই হাতে একটি বাচ্চাদের জামা নিয়ে নতুন অতিথি আসার কথা জানাতে দেখা গিয়েছে। তার হাতের জামায় লেখা রয়েছে, 'খুব তাড়াতাড়ি বড় দিদি হতে চলেছি'। পোস্টে জানানো হয়েছে এ বছরের জুলাইতেই তিন থেকে চার হতে চলেছেন তাঁরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

গীতা এক সময় চুটিয়ে অভিনয় করতেন । এখনও ফিগার মেনটেইন করেন তিনি । গর্ভাবস্থাতেও এর ব্যতিক্রম হল না । চুটিয়ে যোগ ব্যায়াম করছেন গীতা । সেই ছবিও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । মা হওয়া মানেই দৈনন্দিন রুটিন ভুলে যাওয়া নয়, তা বারবারই দেখিয়েছেন বলিউডের আধুনিক মায়েরা । করিনা কাপুর খান সম্প্রতি জন্ম দিয়েছেন তাঁর দ্বিতীয় সন্তানের । গর্ভাবস্থায় তিনিও নিয়মিত যোগা, প্রাণায়াম, শরীরচর্চা করে গিয়েছেন । এ ব্যাপারে সবচেয়ে এগিয়ে রয়েছেন আর এক ক্রিকেটার ঘরণী ও বলি-নায়িকা অনুষ্কা শর্মা । সেপ্টেম্বরে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা । এর মধ্যে শ্যুটিংও শুরু করে দিয়েছেন । সুপার ফিট নায়িকাকে দেখে বোঝার উপায় নেই তিনি সদ্যই মা হয়েছেন । গর্ভাবস্থাতেও চুটিয়ে শরীরচর্চা করেছিলেন তিনি ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Geeta Basra: পেট নীচে, মাথা উপরে! বেবি বাম্প নিয়েই ব্যায়াম করছেন হরভজনের স্ত্রী গীতা বসরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল