পার্লকে গ্রেফতারের পরে রীতিমতো সওয়াল করছেন তাঁর একাধিক কো-স্টাররা। লিডিং স্টারদের একটাই দাবি পার্লের মতো ভদ্র ছেলে তাঁরা শোবিজ দুনিয়ায় খুব কম দেখেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগগুলি মিথ্যা। সোমবার রাতে, নিগৃহীতার মা অভিনেত্রী একতা শর্মা, এই বিষয়টি নিয়ে নীরবতা ভাঙেন। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লেখেন, “প্রচুর লোক ফোন করে আমাকে গণমাধ্যমে এসে কথা বলতে বলছে। আমার নীরবতাকে আমার দুর্বলতা ভাবা উচিত নয়। বিচার বিভাগের প্রতি আমার সম্মান ও বিশ্বাস আমাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। অনেকে আমাকে নিয়ে উপহাস করছে। আমি এই মামলা করিনি, তাই চুপ আছি। যা সত্য তা প্রকাশ্যে আসবে। বিষয়টি এখন হাইকোর্টের অধীনে রয়েছে। তাই কারও সঙ্গে কথা বলছি না এবং সকলের প্রতি আমার আন্তরিক অনুরোধ যে দয়া করে আইনি ব্যবস্থাটিকে উপহাস করবেন না। সত্যকেই প্রাধান্য দিন”।
advertisement
এই পোস্ট দেখে চুপ করে থাকতে পারেননি পরিচালক, অভিনেত্রী দিব্যা খোসলা কুমার (Divya Khosla Kumar)। তিনি পার্ল-এর সমর্থনে একতা শর্মার পোস্টে মন্তব্য করে লেখেন, "পার্ল সম্প্রতি তার বাবাকে হারিয়েছে, তাঁর মা ক্যান্সারে আক্রান্ত, তাঁকে সাহায্য করার মতো কেউ নেই, তিনি আমাকে বার বার ডাকছেন, পার্লকে এই অবস্থায় এমন একটা ধর্ষণ মামলায় ফাঁসানো হয়েছে যা কি না জামিন অযোগ্য ধারা, অন্য দিকে কোভিড ও ছুটির কারণে হাইকোর্ট বন্ধ, এই সবের মধ্যে যদি পার্লের মায়ের কিছু হয়ে যায় তখন কে দায়িত্ব নেবে? আইন তার নিজের সময় নেবে, আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে, কিন্তু একজন ক্যান্সারে আক্রান্ত বৃদ্ধার কাছে সেই সময় নেই, আপনি কি পুরো মামলার সংবেদনশীলতা বুঝতে পারছেন?"
শনিবার প্রযোজক একতা কাপুর (Ekta Kapoor) পার্লকে নির্দোষ বলে দাবি করেছিলেন। একতা শর্মার সঙ্গে তিনি কথাও বলেন। একতা বলেন এর পিছনে রয়েছে তাঁর স্বামীর ষড়যন্ত্র। তবে মুম্বই পুলিশ দাবি করেছে যে এই মামলায় পার্লের বিরুদ্ধে তাদের কাছে প্রমাণ রয়েছে। যাই হোক, এই ঘটনা কোন দিকে মোড় নেয় তা সময় বলবে!