পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পর থেকেই লাইমলাইটে চলে এসেছেন পায়েল ঘোষ। সেপ্টেম্বরের প্রথমদিকে পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার আনেন তিনি। তবে এটাই প্রথম নয় । সম্প্রতি পায়েল দাবি করেছেন, ২০১৮ সালেই অনুরাগের বিরুদ্ধে মিটু অভিযোগ এনেছিলেন তিনি । কিন্তু পরে সেই ট্যুইটগুলি মুছে দিয়েছিলেন পায়েলের ম্যানেজার ও তাঁর পরিবারের মানুষরা । পুরনো সেই মেসেজগুলির স্ক্রিনশট সম্প্রতি শেয়ার করলেন পায়েল ।
advertisement
২০১৮ সালের মিটু আন্দোলনের সময় শেয়ার করা সেই ট্যুইটে পায়েল লিখেছিলেন, ‘‘মুম্বই কাজ পাওয়ার মাপকাঠি হল নামজাদা পরিচালকদের সঙ্গে শারীরিকভাবে বন্ধুত্বপূর্ণ মনোভাব পোষণ করা ।’’ পুরনো সেই ট্যুইটের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘‘আমি বলতে চাই মিটু ইন্ডিয়ার নতুন নামকরণ হওয়া উচিত। কারণ, মিটু আন্দোলনটিও নকল ও প্রভাবশালী লোকদের নিয়ন্ত্রণে।’’
শুধু তাই নয় পায়েল জানিয়েছেন, তাঁর ওই ট্যুইট গুলি ডিলিট করে তাঁর ম্যানেজার সেখানে লিখেছিলেন, ‘‘ট্যুইটারকে বিদায় । মিটু আন্দোলন ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে । ঘৃণা ভুলে বরং ভালবাসা ছড়ানো যাক ।’’ পরে অবশ্য সেই মেসেজটিও ডিলিট করে দেওয়া হয় । সমস্ত মেসেজের স্ক্রিনশটই শেয়ার করেছেন পায়েল।
বলিউডের মডেল অভিনেত্রী পায়েল ঘোষ অভিযোগ করেন, ২০১৫-১৬ সাল নাগাদ অনুরাগ কাশ্যপের কাছে অডিশন দিতে গিয়েছিলেন তিনি। সে সময় ‘বম্বে ভেলভেট’-এর শ্যুটিং করছিলেন অনুরাগ । সেই সময়ের অভিজ্ঞতা শেয়ার করে পায়েল লেখেন, ‘‘খুব বাজে ভাবে অনুরাগ কাশ্যপ আমাকে হেনস্থা করেছিলেন। পিএমও ইন্ডিয়া নরেন্দ্র মোদি ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করুন এবং দেশকে দেখান যে এমন একজন সৃজনশীল মানুষ আসলে কতটা শয়তান।’’ পায়েলের সেদিনের অভিযোগ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ট্যুইট করেন। সেখানে পায়েল ঘোষের ট্যুইটকে রেখে তিনি তাঁকে বিস্তারিত অভিযোগ জানানোর আবেদন করেন জানান।