পায়েলের (Payal ghosh) অভিযোগ, হামলাকারীদের কাছে অ্যাসিড পর্যন্ত ছিল। ঘটনায় সামান্য চোটও পেয়েছেন পায়েল। কিন্তু তাঁর কথায়, এই ঘটনা তাঁর মনে গভীর ক্ষত তৈরি করেছে। আর সেই জন্যই দিন হোক বা রাত, রাস্তায় চলাফেরা করতে তিনি নিরাপদ বোধ করছেন না। পায়েল সংবাদমাধ্যমের কাছে বলছেন, "আমি ড্রাইভিং সিটে বসতে যাচ্ছিলাম। তখনই কয়েকজন এসে চড়াও হয়। ওদের হাতে অ্যাসিডও ছিল। আমি সাহায্যের জন্য জোরে চিৎকার করতে থাকি। আর সেই জন্যই ওরা পালিয়ে যায়। ওরা রড দিয়ে আমার মাথায় মারে। কিন্তু সৌভাগ্যবশত মাথায় কোনও আঘাত লাগেনি। হাতে চোট লেগেছে কারও ওরা হাতেও রড দিয়ে মারে। আমি ওদের মুখ দেখতে পাইনি। আমি আর আমার ভাই থানায় গিয়ে এফআইআর করব।"
advertisement
পায়েলের এক ঘনিষ্ঠ সূত্রের কথায়, "পায়েল সারা দিন কাজ করছেন এবং প্রায়ই ওকে যাতায়াত করতে হয়। কিন্তু এই ধরনের ঘটনা আমাদের নিরাপত্তাহীনতায় ভোগাচ্ছে এবং ভীত করেছে। পায়েল ভালো ও নিরাপদে থাকুক এটাই চাই।"
আরও পড়ুন- কোর্টের উপর আস্থা নেই! জাভেদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে উচ্চ আদালতে কঙ্গনা
প্রসঙ্গত, অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে হ্যাশট্যাগ মিটু অভিযোগ আনার পরেই খবরে উঠে এসেছিলেন পায়েল (Payal ghosh)। তাঁর অভিযোগ ছিল, ২০১৩ সালে অনুরাগ নাকি তাকে যৌন হেনস্থা করেছিলেন। পরিচালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। পায়েল বলেছিলেন, অনুরাগ কাশ্যপ নাকি প্রথমে তাঁকে তাঁর অফিসে ডেকেছিলেন এবং পরে বাড়িতে আসার কথা বলেছিলেন। প্রথমবার যে দিন অনুরাগ কাশ্যপের বাড়িতে পায়েল গিয়েছিলেন সেদিন তাঁরা কথাবার্তা বলেন এবং কিছু খাওয়া-দাওয়া করেন। কিন্তু দ্বিতীয়বার যখন পরিচালকের বাড়ি তিনি গিয়েছিলেন, তখন নাকি অনুরাগ ধূমপান ও মদ্যপান করছিলেন। যার জন্য অস্বস্তি বোধ করছিলেন বলে দাবি পায়েলের। এরপরে একটি অদ্ভুত গন্ধ পেয়ে অনুরাগকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করেন পায়েল। তখন পরিচালক জানান এটা গাঁজার গন্ধ।
পায়েল ঘোষ আরও দাবি করেছিলেন যে, এরপরই নাকি অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap) তাঁর পাশের ঘরে তাঁকে নিয়ে যান। সেখানে অন্যান্য অভিনেত্রীদের নাম নিয়ে পায়েলকে রাজি করানোর চেষ্টা করেছিলেন। যদিও পায়েলের এই সমস্ত অভিযোগ মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়ে দেন অনুরাগ। সেই সময়ে অনুরাগের হয়ে মুখ খুলেছিলেন তাপসী পান্নু, ও কালকি কেকলানও।
আরও পড়ুন- অবশেষে স্বস্তি, পর্ন মামলায় জামিন পেলেন শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা