Kangana Ranaut | Javed Akhtar: কোর্টের উপর আস্থা নেই! জাভেদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে উচ্চ আদালতে কঙ্গনা
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Kangana Ranaut | Javed Akhtar: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গীতিকার জাভেদ আখতার । সেই মামলা নিয়ে এখন তরজা তুঙ্গে।
#মুম্বই: অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। সেই মামলা নিয়ে এখন তরজা তুঙ্গে। আজ সোমবার আদালতে (Court) মুখোমুখি হন কঙ্গনা ও জাভেদ। কিন্তু একাধিকবার আদালতে হাজিরা না দেওয়ায় অভিনেত্রীর বিরুদ্ধে আরও মামলা দায়ের করবেন বলে জানান কোর্টের ম্যাজিস্ট্রেট। আর এই জন্যই আদালত নিয়ে নাকি সন্তুষ্ট নন অভিনেত্রী। তাই জাভেদ আখতারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ নিয়ে তিনি উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরে এক সাক্ষাৎকারে কঙ্গনা (Kangana Ranaut) জাভেদ আখতারকেও (Javed Akhtar) আক্রমণ করেছিলেন। তাঁকে সুইসাইড গ্যাং এর সদস্য় বলেও দাবি করেন তিনি। তার পরেই কঙ্গনার বিরুদ্ধে মানহানির মামলা করেন জাভেদ আখতার। জাভেদ আখতারের বিরুদ্ধে পাল্টা তোলাবাজি ও গোপনীয়তা লঙ্ঘণের অভিযোগ আনেন কঙ্গনা।
advertisement
advertisement
সোমবার মেট্রোপলিটন আদালতে উপস্থিত হন দুই তারকা। নির্দিষ্ট সময়েই কেন্দ্রীয় বাহিনী বেষ্টিত হয়ে উপস্থিত হন অভিনেত্রী (Kangana Ranaut)। গত সপ্তাহে হাজিরা দেওয়ার কথা ছিল তাঁর কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি আসেননি। এর আগেও বেশ কয়েকবার হাজিরা দেননি। আর তাই তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির কথা জানায় আদালত।
সব মিলিয়ে আদালত নিয়ে সন্তুষ্ট নন 'থালাইভি' (Thalaivi) ছবির অভিনেত্রী। আর তাই এই মামলা অন্য আদালতে নিয়ে যাবেন বলে ঠিক করেছেন কঙ্গনা (Kangana Ranaut)। তিনি এবিষয়ে আবেদনও করেছেন। প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে জাভেদের (Javed Akhtar) করা মামলাটিকে ভিত্তিহীন বলে দাবি করেছেন কঙ্গনা। ২০২০ সালে আন্ধেরি মেট্রোপলিটন আদালতে কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন জাভেদ আখতার।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 20, 2021 4:56 PM IST