সে সময় ছবিতে আলিয়া ভাট, রণবীর সিং, ভিকি কৌশল, বরুণ ধাওয়ান, আয়ুষ্মান খুরানা, ভূমি পেড়নেকর, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা-সহ বি-টাউনের আরও তারকাদের সেই ছবিতে মোদির সঙ্গে দেখা গিয়েছিল ৷ কিন্তু সেই অনুষ্ঠানে হাজির থেকেও প্রধানমন্ত্রীর সঙ্গে নিজস্বী তুলতে পারেননি পরিচালক ইমতিয়াজ আলি ৷ তবে তাতে কী প্রধানমন্ত্রী ঠিক পিছনে দাঁড়িয়ে তোলেন ‘ব্যাকফি’৷ আর সেই ছবিটিই তিনি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করে দেন ইমতিয়াজ ৷
advertisement
আর এই ছবিটি নরেন্দ্র মোদির নজর এড়িয়ে যায়নি ৷ সেই ছবিটি কার্তিক আরিয়ান শেয়ার করে লিখেছিলেন, ‘‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে লুজার্সদের ব্যাকফি’’৷ আর তার তলাতেই নরেন্দ্র মোদি পাল্টা লেখেন, ‘‘লুজার নয় রকস্টার! কোনও সেলফি নেওয়া হয়নি জব উই মেট ৷ তবে পরের অনুষ্ঠানে অবশ্যই হবে ৷’’ আর মোদির এই সুন্দর প্রত্যুত্তরের ভূয়সী প্রশংসা করেছেন নেটিজেনরা ৷