TRENDING:

সোনমের বিয়েতে কার্ড পাবেন না কোনও অতিথি!

Last Updated:

সোনম কাপূর-আনন্দ আহুজার বিয়ে নিয়ে রীতিমত কোমর বেঁধে প্রস্তুতি নিচ্চে বলিউড ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই হাই-প্রোফাইল বিয়ের আন্দরে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সোনম কাপূর-আনন্দ আহুজার বিয়ে নিয়ে রীতিমত কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে বলিউড ৷ শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এই হাই-প্রোফাইল বিয়ের অন্দরে ৷ ৮ মে বসতে চলেছে বিয়ের আসর ৷ কিন্তু জানেন কী, এই বিয়েতে নাকি কোনও নিমন্ত্রণপত্রই দেওয়া হবে না অতিথিদের ৷ যেখানে এই বিয়ের জাঁকজমক নিয়ে এত আয়োজন সেখানে নিমন্ত্রণপত্র থাকবে না, এ আবার কেমন কথা ?
advertisement

আরও পড়ুন: সোনমের বিয়ের আসর বসতে চলেছে এ দেশেই

কিন্তু হ্যাঁ, সত্যিই এমন সিদ্ধান্ত নিয়েছেন হবু স্বামী-স্ত্রী ৷ কারণ, সোনম ও আনন্দ দু’জনেই কাগজ সংরক্ষণে বিশ্বাসী ৷ তাঁরা মনে করেন, বিয়ের নিমন্ত্রণপত্র ছাপাতে অহেতুক অনেক কাগজ নষ্ট হয় ৷ সেই কারণেই দুই পরিবারকেই নিমন্ত্রণপত্র ছাপাতে নিষেধ করেছেন এই দুই লভ-বার্ডস ৷ তবে তার জায়গায় অবশ্যই থাকছে ই-ইনভিটেশন কার্ড ৷ এলিগ্যান্ট লুক থাকবে সেই কার্ডে ৷ এই কার্ডেই নিমন্তন্ন পর্ব সারবেন কাপূর আর আহুজা পরিবার ৷

advertisement

আরও পড়ুন: 'কোয়ান্টিকো'র শুটিং চলাকালীন আহত প্রিয়ঙ্কা চোপড়া

শোনা যাচ্ছে, সরোজ খান কোরিওগ্রাফি করবেন সোনমের সঙ্গীত ৷ শ্রীদেবীর জনপ্রিয় গান ‘মেরে হাতোঁ মে ন ন চুড়িয়া’ এবং ‘কিসি কে হাত না আয়েগি’র সঙ্গে নাচবেন জাহ্নবী ৷ এ ছাড়াও সঙ্গীতের অনুষ্ঠানে নাচতে পারেন করণ জোহর, রণবীর কাপূর, অর্জুন কাপূরও ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
সোনমের বিয়েতে কার্ড পাবেন না কোনও অতিথি!