প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। তাঁর শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে আসেন অভিজিৎ খান্ডেকর। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় নিজেও ভেঙে পড়েন তিনি।
অভিনেত্রী প্রার্থনা বেহেরকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। রাজশ্রী মারাঠি, শালমালী টয়েল, ওম প্রকাশ শিন্ডেও এসেছিলেন প্রিয়ার বাড়িতে। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ২০২৪ সালের। স্বামী, অভিনেতা শান্তনু মোঘের সঙ্গে জয়পুরের আমের দুর্গে তোলা দুটি ছবি এখনও জ্বলজ্বল করছে তাঁর ওয়ালে। তারপরেই সমাজমাধ্যম থেকে সরিয়ে নেন নিজেকে।
টেলিভিশন ছাড়াও বেশ কয়েকটি মারাঠি ছবিতে সর্বাধিক পরিচিত ছিলেন অভিনেত্রী প্রিয়া মারাঠে৷ জানা গেছে, প্রিয়া মারাঠে গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মহারাষ্ট্র টাইমসের এক প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ক্যানসারের চিকিৎসা করছিলেন, কিন্তু চিকিৎসা চলাকালীনও তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে তিনি মুম্বইয়ের মীরা রোডে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।