TRENDING:

৩৪ বছরে মৃত্যু হয়েছিল সুশান্ত সিংয়ের, ৩৮-এ মৃত্যু হল পবিত্র রিস্তার আরেক নায়িকার... শেষ ইনস্টাগ্রাম পোস্ট দেখলে চোখ ভিজবে, শেষকৃত্যে উপচে পড়ল ভিড়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২০-র জুন। আচমকা খবর এসেছিল প্রয়াত সুশান্ত সিং রাজপুত। চমকে উঠেছিল গোটা সিনে-দুনিয়া। সুশান্তকে মানুষ বলিউডের ‘হিরো’ হিসাবে চেনার আগেও চিনেছিল ‘পবিত্র রিস্তা’-র ‘মানব’ হিসাবে। মানব-অঙ্কিতা ছিল দর্শদের ঘরের মানুষ। সেই একই ধারাবাহিকের আরেক নায়িকার অকালমৃত্যু হয়েছে রবিবার। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৩১ অগাস্ট মুম্বইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। সুশান্ত চলে গিয়েছিলেন ৩৪-এ। প্রিয়া চলে গেলেন ৩৮-এ।
News18
News18
advertisement

প্রিয়ার মৃত্যু মেনে নিতে পারছে না কেউ। তাঁর শেষকৃত্যে শ্রদ্ধা জানাতে আসেন অভিজিৎ খান্ডেকর। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার সময় নিজেও ভেঙে পড়েন তিনি।

অভিনেত্রী প্রার্থনা বেহেরকেও কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। রাজশ্রী মারাঠি, শালমালী টয়েল, ওম প্রকাশ শিন্ডেও এসেছিলেন প্রিয়ার বাড়িতে। তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টটি ২০২৪ সালের। স্বামী, অভিনেতা শান্তনু মোঘের সঙ্গে জয়পুরের আমের দুর্গে তোলা দুটি ছবি এখনও জ্বলজ্বল করছে তাঁর ওয়ালে। তারপরেই সমাজমাধ্যম থেকে সরিয়ে নেন নিজেকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! দীপান্বিতা অমাবস্যায় জগন্নাথ-বড়মা মিলেমিশে একাকার
আরও দেখুন

টেলিভিশন ছাড়াও বেশ কয়েকটি মারাঠি ছবিতে সর্বাধিক পরিচিত ছিলেন অভিনেত্রী প্রিয়া মারাঠে৷ জানা গেছে, প্রিয়া মারাঠে গত এক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। মহারাষ্ট্র টাইমসের এক প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ক্যানসারের চিকিৎসা করছিলেন, কিন্তু চিকিৎসা চলাকালীনও তাঁর অবস্থার অবনতি হচ্ছিল। অবশেষে তিনি মুম্বইয়ের মীরা রোডে তাঁর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
৩৪ বছরে মৃত্যু হয়েছিল সুশান্ত সিংয়ের, ৩৮-এ মৃত্যু হল পবিত্র রিস্তার আরেক নায়িকার... শেষ ইনস্টাগ্রাম পোস্ট দেখলে চোখ ভিজবে, শেষকৃত্যে উপচে পড়ল ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল