TRENDING:

চাকদা এক্সপ্রেস হয়ে ওঠার জোর চেষ্টায় অনুষ্কা, বহু বছর বাদে করছেন ‘এই’ কাজ

Last Updated:

বড় পর্দায় তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আনন্দ এল রাইয়ের জিরো৷ যেখানে তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  অনুষ্কা শর্মা (Anushka Sharma) নিজের পরের সিনেমার জন্য জোর প্রস্তুতি সারছেন৷ বলিউডের টপ অর্ডারের অভিনেত্রী এবং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের ঘরণী অনুষ্কা শর্মা (Anushka Sharma) এবার অভিনয় করবেন চাকদহ এক্সপ্রেস (Chakda Xpress)৷  অভিনেত্রী এখন ঝুলন হয়ে ওঠার জন্য এখন নিয়মিত প্রোটিন শেক খাচ্ছেন৷ তিনি ভারতের প্রাক্তন অধিনায়ক ও পেসার ঝুলন গোস্বামীর (Jhulan Goswami) ভূমিকায় অভিনয় করছেন৷ ঝুলনের জীবনের ওপর আধার করা বায়োপিকে অভিনয় করছেন৷
Anushka Sharma is prepping to bowl like Jhulan Goswami in chakda xpress- Photo Courtesy-Instagram
Anushka Sharma is prepping to bowl like Jhulan Goswami in chakda xpress- Photo Courtesy-Instagram
advertisement

বোলার হয়ে ওঠার চেষ্টায় রয়েছেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)

আরও পড়ুন - Viral: মালাইকা অরোরার লেসের জামা, সোনালি জুতো, দাম শুনলে আকাশ থেকে পড়বেন

অনুষ্কা শর্মা  স্ন্যাপ দিয়েছেন চাকদহ এক্সপ্রেস হয়ে ওঠার জন্য তিনি ছিক কা করছেন৷ বোলিং করার শক্তি সঞ্চয়ের জন্য তিনি এখন নিয়মিত প্রোটিন শেক খাচ্ছেন৷ নিজের প্রোটিন শেকের ছবি দিয়ে ট্যাগলাইনে তিনি লিখেছেন ‘‘কয়েকশো বছর পরে প্রোটিন শেক খাচ্ছি কারণ বোলিং’’

advertisement

Anushka Sharma is prepping to bowl like Jhulan Goswami in chakda xpress- Photo Courtesy- Instagram/ Anushka Sharma

অনুষ্কা শর্মা চাকদা এক্সপ্রেসের প্রস্তুতির ভিডিও শেয়ার করেছেন৷

advertisement

আরও পড়ুন - Viral Video: পিএসজি -র ম্যাচে মাঠে মেসির নামে হায় হায়! ফ্যানদের ‘এই’ কাজের ভিডিও ভাইরাল

কয়েকদিন আগে অনুষ্কা শেয়ার করেছিলেন নিজের আগামী চাকদা এক্সপ্রেসের প্রস্তুতি ভিডিও৷ ইনস্টাগ্রামে শেয়ার করে তিনি লিখেছিলেন , ‘গেট সোয়েট গো! চাকদা এক্সপ্রেস  প্রেপ গেটিং হার্ড অ্যান্ড ইনটেন্স উই আর কাউন্টিং ডেজ @netflix_in @jhulangoswami @officialcsfilms @prositroy @kans26 (sic)- অর্থাৎ এই ছবির সঙ্গে যুক্ত সকলকে ট্যাগ করে লিখেছিলেন ঘাম ঝরুক, চাকদা এক্সপ্রেসের প্রস্তুতি ক্রমশ কঠিন এবং পরিশ্রমসাধ্য হচ্ছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ছবির আগে অনুষ্কা শর্মা গত বছরের শুরুর দিকে নিজের কন্যা সন্তান ভামিকাকে জন্ম দিয়েছেন৷ তাঁর আগে বড় পর্দায় তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি আনন্দ এল রাইয়ের জিরো৷ যেখানে তিনি শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছিলেন৷ যদিও সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল৷

বাংলা খবর/ খবর/বিনোদন/
চাকদা এক্সপ্রেস হয়ে ওঠার জোর চেষ্টায় অনুষ্কা, বহু বছর বাদে করছেন ‘এই’ কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল