TRENDING:

Neha Kakkar-Aditya Narayan: আদিত্যর সঙ্গে ফের ঘনিষ্ঠতা? কী করলেন নেহা কক্কর? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বি-টাউন

Last Updated:

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে নেহা (Neha Kakkar) আর আদিত্যর (Aditya Narayan) একটা ভিডিও। যেটি ইতিমধ্যেই ভাইরাল (Viral) হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নেহা কক্কর (Neha Kakkar) আর আদিত্য নারায়ণ (Aditya Narayan) কি সত্যিই প্রেম করতেন? এই ঘটনা নিয়ে বলিউড অনেক কথাই বলে! তবে নেহা আর আদিত্য, সত্যি হোক আর মিথ্যে হোক, একটা প্রেম-প্রেম খেলা চালিয়েছিলেন ইন্ডিয়ান আইডল রিয়্যালিটি শোয়ের একাদশ পর্বে, অতএব সেই দিক থেকে তাঁদের এখন পরস্পরের প্রাক্তন বলতে অসুবিধা থাকার কথা নয়।
advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে নেহা আর আদিত্যর একটা ভিডিও। ঘটনাটা ঘটেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। যেখানে দেখা গিয়েছিল যে প্রেমিকের বাহুবন্ধনে ধরা দিতে গিয়ে আছাড় খেলেন নেহা!

এই প্রসঙ্গে বলে রাখা ভাল, নেহা কিন্তু বেশ বাস্তববাদী মহিলা, উঠল বাই তো আদিত্যর বাহুবন্ধনে যাই গোছের স্বভাব তাঁর একদম নয়! ফলে ইন্ডিয়ান আইডলের মঞ্চে শো চলাকালীন ক্যামেরার সামনে যে আবেগ তিনি দেখিয়েছিলেন, তার মূলে কারণ ছিল অন্য।

advertisement

ভিডিওয় চোখ রাখলে দেখা যাবে যে নেহা এক প্রতিযোগিনীকে দিলবর (Dilbar) গানের সঙ্গে বেলি ডান্সের কয়েকটা স্টেপ শিখিয়ে দিচ্ছেন। বিচারকের আসনে বসে আছেন বিশাল দাদলানি (Vishal Dadlani) আর অনু মালিক (Anu Malik)। আর অন্য দিকে মঞ্চের এক প্রান্তে সবুজ স্যুট পরে আদিত্য বেশ মন দিয়ে দেখছেন নেহার নাচের লাস্যময়ী মুদ্রা।

advertisement

প্রতিযোগিনীকে নাচ শেখানোর পরেই ঘটেছে প্রমাদ! ততক্ষণে নাচের নেশা চারিয়ে গিয়েছে বিচারকদের মধ্যে- অনু মালিককে একটু-আধটু চেয়ারে বসে থাকা অবস্থাতেই শরীরে মোচড় দিতে দেখা যাচ্ছে। নাচের আমেজে মজেছেন আদিত্যও। তিনি হাত-পা ছুড়ছেন। তা দেখেই মজা করে বলেছেন নেহা- এবার তাঁর আর আদিত্যর একটু নাচ হয়ে যাক!

কেউ তখনও বুঝতে পারেননি যে নাচের নেশায় সব থেকে কাহিল হয়ে আছেন নেহাই! তাই উত্তেজনার বশে, নাচের তালে আদিত্যর বাহুবন্ধনে ধরা দিতে গিয়ে আছাড় খেয়েছেন তিনি, আদিত্য চেষ্টা করেও ধরে রাখতে পারেননি প্রেমিকাকে নিজের বুকে!

advertisement

এই ঘটনার জেরেই কি আদিত্যর ব্যর্থতা বুঝতে পেরে তাঁর জীবন থেকে সরে আসেন নেহা? ওই শোয়েই তো তাঁদের বাড়ির লোকেরা এসে সবার সামনে সম্পর্ক স্বীকার করেছিলেন, বলেছিলেন যে নেহা আর আদিত্য বিয়ে করলে তাঁরা বেশ আনন্দিতই হবেন!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নেহা বা আদিত্যর কেউ এই নিয়ে মুখ খোলেন না, তাই রহস্য থেকে গিয়েছে তিমিরেই!

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Neha Kakkar-Aditya Narayan: আদিত্যর সঙ্গে ফের ঘনিষ্ঠতা? কী করলেন নেহা কক্কর? ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বি-টাউন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল