সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে নেহা আর আদিত্যর একটা ভিডিও। ঘটনাটা ঘটেছিল ইন্ডিয়ান আইডলের মঞ্চে। যেখানে দেখা গিয়েছিল যে প্রেমিকের বাহুবন্ধনে ধরা দিতে গিয়ে আছাড় খেলেন নেহা!
এই প্রসঙ্গে বলে রাখা ভাল, নেহা কিন্তু বেশ বাস্তববাদী মহিলা, উঠল বাই তো আদিত্যর বাহুবন্ধনে যাই গোছের স্বভাব তাঁর একদম নয়! ফলে ইন্ডিয়ান আইডলের মঞ্চে শো চলাকালীন ক্যামেরার সামনে যে আবেগ তিনি দেখিয়েছিলেন, তার মূলে কারণ ছিল অন্য।
advertisement
ভিডিওয় চোখ রাখলে দেখা যাবে যে নেহা এক প্রতিযোগিনীকে দিলবর (Dilbar) গানের সঙ্গে বেলি ডান্সের কয়েকটা স্টেপ শিখিয়ে দিচ্ছেন। বিচারকের আসনে বসে আছেন বিশাল দাদলানি (Vishal Dadlani) আর অনু মালিক (Anu Malik)। আর অন্য দিকে মঞ্চের এক প্রান্তে সবুজ স্যুট পরে আদিত্য বেশ মন দিয়ে দেখছেন নেহার নাচের লাস্যময়ী মুদ্রা।
প্রতিযোগিনীকে নাচ শেখানোর পরেই ঘটেছে প্রমাদ! ততক্ষণে নাচের নেশা চারিয়ে গিয়েছে বিচারকদের মধ্যে- অনু মালিককে একটু-আধটু চেয়ারে বসে থাকা অবস্থাতেই শরীরে মোচড় দিতে দেখা যাচ্ছে। নাচের আমেজে মজেছেন আদিত্যও। তিনি হাত-পা ছুড়ছেন। তা দেখেই মজা করে বলেছেন নেহা- এবার তাঁর আর আদিত্যর একটু নাচ হয়ে যাক!
কেউ তখনও বুঝতে পারেননি যে নাচের নেশায় সব থেকে কাহিল হয়ে আছেন নেহাই! তাই উত্তেজনার বশে, নাচের তালে আদিত্যর বাহুবন্ধনে ধরা দিতে গিয়ে আছাড় খেয়েছেন তিনি, আদিত্য চেষ্টা করেও ধরে রাখতে পারেননি প্রেমিকাকে নিজের বুকে!
এই ঘটনার জেরেই কি আদিত্যর ব্যর্থতা বুঝতে পেরে তাঁর জীবন থেকে সরে আসেন নেহা? ওই শোয়েই তো তাঁদের বাড়ির লোকেরা এসে সবার সামনে সম্পর্ক স্বীকার করেছিলেন, বলেছিলেন যে নেহা আর আদিত্য বিয়ে করলে তাঁরা বেশ আনন্দিতই হবেন!
নেহা বা আদিত্যর কেউ এই নিয়ে মুখ খোলেন না, তাই রহস্য থেকে গিয়েছে তিমিরেই!