TRENDING:

অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে NCB হানা, মাদকের খোঁজে চলছে তল্লাশি

Last Updated:

রবিবারই বলিউড প্রোডিউসার ফিরোজ নাদিওয়ালার স্ত্রীকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল এনসিবি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডের মাদক যোগে এবার জড়াল অভিনেতা অর্জুন রামপালের নাম৷ অভিনেতার বাড়িতে এ দিন সকালে হানা দিয়ে তল্লাশি শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)৷ মুম্বই সহ অভিনেতার একাধিক বাড়িতে একযোগে তল্লাশি চলছে বলে সূত্রের খবর৷ তবে এখনও পর্যন্ত আপত্তিকর কিছু পাওয়া যায়নি৷
advertisement

জানা গিয়েছে, অর্জুন রামপালের লিভ ইন পার্টনার গ্যাব্রিয়েলার ভাইকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছে এনসিবি৷ গত ২০ অক্টোবর তাঁকে গ্রেফতার করা হয়৷ সেই সূত্রে অর্জুন রামপালের নাম উঠে আসে বলে খবর৷ তার পর থেকেই অর্জুন রামপালের উপরে এনসিবি কর্তাদের নজর ছিল বলে খবর৷  বেশ কয়েক ঘণ্টা ধরে অভিনেতার একাধিক বাড়িতে তল্লাশি চলছে বলে খবর৷

advertisement

রবিবারই বলিউড প্রোডিউসার ফিরোজ নাদিওয়ালার স্ত্রীকে মাদক রাখার অভিযোগে গ্রেফতার করেছিল এনসিবি৷ তল্লাশির সময় তাঁর বাড়ি থেকে ১০ গ্রাম মারিজুয়ানা উদ্ধার হয় বলে অভিযোগ৷ তার পরই এ দিন অর্জুনের বাড়িতে হানা দিল কেন্দ্রীয় সংস্থা৷ এনসিবি-র অভিযোগ, ফিরোজ নাদিওয়ালাকে জেরার জন্য ডেকে পাঠানো হলেও তিনি হাজিরা দেননি৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃ্ত্যু তদন্তের সূত্রেই বলিউডে মাদক যোগ নিয়ে তদন্ত শুরু হয়৷ গ্রেফতার করা হয় সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিককে৷ এর পর মাদক কাণ্ডে একে একে দিপিকা পাড়ুকোন, সারা আলি খান, শ্রদ্ধা কাপূর, রকুলপ্রীত সিং-দের মতো বলিউডের নামী তারকাদের ডেকে পাঠিয়ে জেরা করে এনসিবি৷ গত মাসে রিয়া চক্রবর্তী জামিন পেলেও মাদক যোগে বলিউডে একের পর এক বড় নাম সামনে চলে আসছে৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনেতা অর্জুন রামপালের বাড়িতে NCB হানা, মাদকের খোঁজে চলছে তল্লাশি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল