অনুষ্ঠান শুরু হওয়ার আগেই রেড কার্পেটে পরিচালক নীতেশ তিওয়ারি জানান, তিনি এই পুরস্কার সুশান্তকে উৎসর্গ করছেন। সুশান্তই এই ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন। নীতেশ বলেন, "সুশান্ত ছিছোরে ছবির গুরুত্বপূর্ণ অংশ ছিলেন এবং থাকবেন। একটা টিম হিসেবে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি এবং এর জন্য আমরা গর্বিত। আমি নিশ্চিত, সুশান্ত থাকলে তিনিও গর্ববোধ করতেন।" সাজিদ বলেন, "এই অ্যাওয়ার্ড আমরা ওকে উৎসর্গ করছি।"
advertisement
প্রসঙ্গত, ২০২০-র ১৪ জুন সুশান্ত (Sushant Singh Rajput) সবাইকে চমকে দিয়ে চলে যান। বান্দ্রার ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার হয়। তাঁর মৃত্যু নিয়ে প্রচুর জলঘোলা হয়। আত্মহত্যা নাকি খুন, এই নিয়েও দীর্ঘদিন আলোচনা হয়। সুশান্তের মৃত্যুর আগে শেষ মুক্তিপ্রাপ্ত তাঁর ছবি ছিল ছিছোরে। ছবিটি সমালোচক মহলে ব্যাপক প্রশংসা অর্জন করেছিল।
আরও পড়ুন- আরিয়ানের সঙ্গে সেলফি তুলে ভাইরাল হন! জীবনের ঝুঁকির আশঙ্কা আছে বলে দাবি গোসাভির
উল্লেখ্য, 'মণিকর্ণিকা' ও 'পঙ্গা' ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কঙ্গনা রানাওয়াত। 'ভোঁসলে' ছবির জন্য মনোজ বাজপেয়ী এবং 'অসুরণ' ছবির জন্য ধনুশ সেরা অভিনেতার পুরস্কার (National Films Award 2021) পেয়েছেন। শ্রেষ্ঠ বাংলা ছবির জন্য পুরস্কার পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত গুমনামী। এছাড়াও কাহিনি অবলম্বনে তৈরি চিত্রনাট্যের পুরস্কারও পেয়েছে এই ছবি। কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালিত ছবি জ্যেষ্ঠপুত্রও দুটি বিভাগে পুরস্কার পেয়েছে।