TRENDING:

Naseeruddin Shah Health Update: নাসিরুদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে, পরিস্থিতির খোঁজ দিলেন স্ত্রী রত্না!

Last Updated:

এখন কেমন আছেন অভিনেতা (Naseeruddin Shah Health Update)? সেই খবরই সংবাদসংস্থাকে শেয়ার করেছেন নাসিরুদ্দিনের স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বিনোদন জগতে বুধবার সকাল থেকেই শিরোনামে এসেছে অভিনেতা নাসিরুদ্দিন শাহের (Naseeruddin Shah) অসুস্থতার কথা। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত দু'দিন ধরে হাসপাতালে ভর্তি তিনি। এখন কেমন আছেন অভিনেতা (Naseeruddin Shah Health Update)? সেই খবরই সংবাদসংস্থাকে শেয়ার করেছেন নাসিরুদ্দিনের স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ (Ratna Pathak Shah)। ৭০ বছরের অভিনেতাকে মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
advertisement

সংবাদসংস্থাকে রত্না পাঠক শাহ জানিয়েছেন, 'ফুসফুসে ছোট একটি প্যাচ পাওয়া গিয়েছে। তবে উনি স্থিতিশীল রয়েছেন। চিকিৎসায় ভালো ভাবেই সাড়া দিচ্ছেন তিনি। আশা করি, খুবই তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছুটি পাবেন উনি।' হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ হয়েছে অভিনেতার। তবে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন অভিনেতা। নাসিরুদ্দিন শাহের অবস্থা স্থিতিশীল।

অভিনেতার ম্যানেজারের বক্তব্য, 'গত দু'দিন ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন নাসিরুদ্দিন শাহ। মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর। তাঁর ফুসফুসে প্যাঁচ ধরা পরার পরই চিকিৎসকেরা তাঁকে হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। তবে তাঁর অবস্থা ভালো, চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং স্থিতিশীল রয়েছেন।' সূত্রের খবর, আর একদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি পাবেন অভিনেতা। তাঁর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ ও তাঁদের সন্তানেরা হাসপাতালে রয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বলিউডের অন্যতম সেরা অভিনেতা নাসিরুদ্দিন শাহ। ভারত সরকারের তরফে পদ্মশ্রী ও পদ্মভূষণ পুরস্কারে ভূষিত হয়েছেন নিজের অভিনয়গুণে। ২০২০ সালে ডিজিটাল প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে অভিনেতার। 'বন্দিশ ব্যান্ডিটস'-এ তাঁর কাজ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও নেটফ্লিক্সে 'রামপ্রসাদ কি তেরভি' ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Naseeruddin Shah Health Update: নাসিরুদ্দিন শাহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে, পরিস্থিতির খোঁজ দিলেন স্ত্রী রত্না!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল