TRENDING:

'মনে হচ্ছে নিজের ছেলেকে হারিয়েছি', সুশান্তের মৃত্যু মানতে পারছেন না নানা পটেকর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
advertisement

সুশান্তের মৃত্যু রীতিমতো নাড়িয়ে দিয়েছে নানা পটেকরকে৷ তিনি বলেন, 'সুশান্ত একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা ছিল৷ ওর অভিনয়ের মধ্যেই তা ফুটে উঠত৷ ও যে নেই সেটা আমার বিশ্বাস হচ্ছে না৷ আমার মনে হচ্ছে যেন নিজের ছেলেকে হারিয়েছি৷ ওর মৃত্যুর খবর আমার বিশ্বাস হচ্ছে না৷ সুশান্তের মতো এত অল্প বয়সি ছেলে আরও ৩০ বছর কাজ করতে পারত৷ এমন ছেলে খুব কমই দেখা যায়৷'

advertisement

ভোজপুরে সিআরপিএফ ক্যাম্পে গিয়ে বেশ কিছুক্ষণ কাটান নানা পটেকর৷ আধা সেনা জওয়ানদের মনোবল বৃদ্ধির চেষ্টা করেন তিনি৷ সিআরপিএফ জওয়ানদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অভিনেতা৷ তিনি বলেন যাঁদের মধ্যে পরিশ্রম করার মানসিকতা, ইচ্ছা এবং দেশপ্রেম থাকে, তাঁদেরই সেনা উর্দি পরার সৌভাগ্য হয়৷

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বার বারই বলিউডে স্বজনপোষণের অভিযোগ উঠেছে৷ নানা পটেকর অবশ্য মনে করেন, বহিরাগত হলেই যে বলিউডে জায়গা হয় না, এমন ধারণা ঠিক নয়৷ নিজের উদাহরণ দিয়ে তিনি বলেন, তাঁর মতো চেহারা এবং কথা বলার ধরন নিয়েও তিনি বলিউডে টিকে গিয়েছেন৷ নানা পটেকর বলেন, তিনি মাঝমধ্যেই রেগে যান, বিরক্ত হন৷ তা সত্ত্বেও বলিউড তাঁকে গ্রহণ করেছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নানা পটেকর আরও বলেন, বলিউডে তিনি কখনওই এক নম্বর জায়গা দখল করেননি৷ আর এখন তো পরিস্থিতি আরও বদলে গিয়েছে৷ তিনি বলেন, 'আমি কখনও কোনও ফাংশন বা পার্টিতে যাই না৷ মুখের উপরে সত্যিটা বলে দিই৷ বলিউডে দলবাজি অবশ্যই আছে, কিন্তু আপনার কাছে প্রতিভা থাকলে নিজের জায়গা তৈরি করে নেওয়া যায়৷ যে যত খুশি দলবাজি করুক না কেন, আপনার মধ্যে কিছু করার ক্ষমতা থাকলে সাফল্য আসবেই৷'

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
'মনে হচ্ছে নিজের ছেলেকে হারিয়েছি', সুশান্তের মৃত্যু মানতে পারছেন না নানা পটেকর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল