৬ সেপ্টেম্বর মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে জন্ম হয় শাহিদ-মীরার দ্বিতীয় সন্তান জেন কাপুরের ৷ সেই সময় থেকেই অসুস্থ ছিল মিশা ৷ এখনও কমেনি তার জ্বর ৷ মিশার দেখভাল করার জন্য শুটিং থেকেও ছুটি নিয়েছে শাহিদ ৷
নতুন অতিথি জেনকে নিয়ে এখন ব্যস্ত মীরা ৷ ইচ্ছে থাকলেও মিশাকে আগের মতো অতটা সময় নিতে পারছেন না কাপুর ঘরণী ৷ সে কারণেই মেয়েকে দেখভাল করতে শুটিং থেকেও নাকি ছুটি নিয়ে নিয়েছেন শাহিদ ৷
advertisement
আরও পড়ুন: তৈমুরের পর এবার দ্বিতীয় সন্তানের প্ল্যান করছেন করিনা !
এই মুহূর্তে শ্রদ্ধা কাপুরের সঙ্গে ‘বাটি গল মিটার চালু’র শুটিং নিয়ে বেজায় ব্যস্ত নায়ক ৷ কিন্তু তা সত্ত্বেও বাবার দায়িত্ব ভুললেন না এক মুহূর্তের জন্য ৷
বরাবরই নাকি মেয়ের কিছু হলে এক মুহূর্ত স্থির থাকতে পারেন না শাহিদ ৷ নিজেই সারা রাত মেয়ের পাশে জেগে থাকেন ৷ এবারও তার ব্যতিক্রম হল না ৷ জেনকে নিয়ে মীরা এখন ব্যস্ত থাকায় ছুটি নিয়ে মেয়ের পাশে টানা ৩৫ ঘণ্টা নাকি জেগে কাটাচ্ছেন নায়ক ৷