সোমন এখন ৫৩, অঙ্কিতা ২৪। এত কম বয়সি একটি মেয়ের সঙ্গে প্রেম করেছেন, বিয়েও করেছেন... এই নিয়ে কড়া সমালোচনার মুখোমুখি পড়তে হয় সোমনকে। বাদ যান না অঙ্কিতাও। সম্প্রতি অঙ্কিতা ও মিলিন্দকে একটি অনলাইন অ্যাড ক্যামপেইনে দেখা যায়, যার বিষয়, প্রতিটি মানুষের নিজের পছন্দমতো মানুষকে ভালবাসার স্বাধীনতা রয়েছে।
বিজ্ঞাপনটিতে কমেন্টের ঝড় বয়েছে। নেটিজেনদের একাংশের বক্তব্য, অঙ্কিতার তো মিলিন্দকে 'পাপাজি' বলে ডাকা উচিৎ। এর উত্তরে মিলিন্দ বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়েছেন, '' অঙ্কিতা অনেকসময়েই আমায় পাপাজি বলে ডাকে!'' যদিও এটা মজা না সত্যি, তা অবশ্য খোলসা করেননি মিলিন্দ। তবে তাঁর এই উত্তরে নেটিজেনদের অনেকেই যেমন সমালোচনা করেছেন, অনেকেই বলেছেন, বয়স তো শুধুই একটি সংখ্যা।
advertisement
মিলিন্দ খোলাখুলি এও জানান, অঙ্কিতা ও তাঁর মধ্যে বয়সের ফারাক, তাঁর আর তাঁর মায়ের বয়সের ফারাকের সমান।
অন্য ভিডিও দেখুন--আলিপুরদুয়ারে উদ্ধার ১৫ টি তক্ষক, ছক ছিল ভুটানে পাচারের