৫৫ বছর বয়সেও এতটা ফিটনেস ও ভরপুর জীবনে বিশ্বাসী একজন ব্যক্তিত্ব মিলিন্দ সোমন। ভক্তদের নিজের কথায় ও কাজে বরাবরই অনুপ্রেরণা দিয়ে থাকেন তিনি। তেমনই শুক্রবার সেলফি শেয়ার করে ভক্তদের দিলেন উইকেন্ড টাস্ক। ছুড়ে দিলেন ভালো অভ্যেসে অভ্যস্ত হওয়ার চ্যালেঞ্জ। তবে সোশ্যাল মিডিয়ায় এদিন মিলিন্দের ছবি পোস্ট হতেই ভাইরাল হয়েছে। ফ্যানেরা দারুণ পছন্দ করেছেন মিলিন্দের এই লুক।
advertisement
অন্যদিকে, গতকালই ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে কথোপকথনে বসেছিলেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা কোনওয়ার। নিজের থেকে বয়সে ২৬ বছরের বড় কাউকে কেন বিয়ে করলেন ২৯ বছরের অঙ্কিতা কোনওয়ার (Ankita Konwar)? এই বাঁধাধরা প্রশ্নের উত্তর দিতে গিয়ে আসল কথাটা শেয়ার করেছেন মিলিন্দ সোমনের ঘরণী। অজানা কাজে এগিয়ে যেতে বরাবরই মানুষ ঘাবড়ে যান বলে মত অঙ্কিতার। তবে তিনি বরাবরই নিজের মন যাতে খুশি হয়, তেমন কাজই বেছে নেন বলে জানিয়েছেন অঙ্কিতা।
গত এপ্রিলেই বিয়ের তিন বছরের বিবাহবার্ষিকী পালন করেছেন মিলিন্দ সোমন ও অঙ্কিতা কোনওয়ার। মিলিন্দ ইনস্টাগ্রামে তাঁদের বিয়ের একাধিক ছবি শেয়ার করে সেখানে লিখেছিলেন, '৩ বছর!!! হ্যাপি অ্যানিভার্সারি অঙ্কিতা, এখনও মনে হয় কালই সব হয়েছে। এটা মনে পড়লেই আমার হৃদয়টা হেসে ওঠে।' ২০১৮ সালের মুম্বইতে একেবারে পারিবারিক বন্ধুদের সঙ্গে বিয়ের অনুষ্ঠান করেছিলেন তাঁরা। মিলিন্দের থেকে অঙ্কিতা বয়সে ২৬ বছরের ছোট হওয়ায় প্রথম থেকেই তাঁদের বিয়ে করা নিয়ে নানা কটূক্তি শুনতে হয়েছে তাঁদের। যার রেশ এখনও কাটেনি।