TRENDING:

ক্যান্সার কেড়ে নিয়েছিল রামায়নের এই জনপ্রিয় অভিনেতার প্রাণ!‌ অপূর্ণ ছিল অনেক কাজ

Last Updated:

১৯৭১ সালে তিনি হিন্দি ছবি করতে শুরু করেন। তিনি ছিলেন এফটিআইআই পুণের ছাত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#‌নয়া দিল্লি:‌ লকডাউনের মধ্যেই দূরদর্শন ফিরে গিয়েছে তাঁর পুরনো দিনে। এখন নিয়মিত জাতীয় চ্যানেলে দেখান হচ্ছে রামায়ন ও মহাভারত। প্রতিদিন সকাল ন’‌টা ও রাত ন’‌টায় ভারতবাসীর নজর থাকে এখন রামায়নের দিকে। আর সেখানেই এক অনবদ্য মুহূর্ত তৈরি হয় লক্ষণের নাগপাশ বন্ধনের সময় এবং পরে মেঘনাদ বধের সময়। কিন্তু জানেন কী, মেঘনাদ চরিত্রের অভিনেতার মৃত্যু হয়েছে আজ থেকে প্রায় ১৩ বছর আগে। ২০০৭ সালে।
advertisement

মেঘনাদের চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত অভিনেতা বিজয় অরোরা। ১৯৭১ সালে তিনি হিন্দি ছবি করতে শুরু করেন। তিনি ছিলেন এফটিআইআই পুণের ছাত্র। তাঁর প্রথম জনপ্রিয় ছবি ইয়াদো কি বারাত। এরপর সেই সময়ের প্রায় সমস্ত জনপ্রিয়া অভিনেত্রী যেমন আশা পারেখ, জিনাত আমন, জয়া বচ্চন, ওয়হিদা রহমান, শাবানা আজমির সঙ্গে তিনি অভিনয় করেছেন। কাজ করেছেন একাধিক গুজরাতি নাটক ও ছবিতেও। সব মিলিয়ে ১১০ টি ছবি ও ৫০০ ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কিন্তু ২০০৭ সালে তাঁর ক্যান্সার ধরা পড়ে। মাত্র ৬২ বছর বয়সে প্রয়াত হন রামায়নের মেঘনাদ। কিন্তু তাঁর অভিনীত এই মেঘনাদ চরিত্র আজও মানুষের মনে গেঁথে আছে।

বাংলা খবর/ খবর/বিনোদন/
ক্যান্সার কেড়ে নিয়েছিল রামায়নের এই জনপ্রিয় অভিনেতার প্রাণ!‌ অপূর্ণ ছিল অনেক কাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল