এমনিতেই থরের পর্বগুলি বক্স অফিসে বসন্ত এনেছে। এই ছবিও তাঁর ব্যতিক্রম হবে বলে মনে হয় না।
হাতুড়ি দিয়েই শত্রু সাবার। এটাই তো সুপারহিরো থরের বৈশিষ্ট। এর আগেও থরের ছবি রীতিমতো বক্স অফিসে বসন্ত এনেছে। এবার ছবির নতুন পর্ব দর্শকের সামনে আসতে চলেছে। থর র্যাগনারকের প্রিমিয়ার হয়ে গেল লস অ্যাঞ্জেলসে। থর ক্রিস হেমসওয়ার্থ জানালেন এই থর আগের থরগুলির চেয়ে একেবারেই আলাদা।
advertisement
থর ছবিতে কিন্তু আরও একজন সুপারহিরো রয়েছেন। তিনি হলেন হাল্ক। যে চরিত্রে অভিনয় করছেন মার্ক রাফেলো। সপরিবারের ছবি উপভোগ করতে এসেছিলেন এই হলিউড অভিনেতা।
থর র্যাগনারক পরিচালনা করছেন টাকিয়া ওয়াইটিটি। জনপ্রিয়তার সব উপাদান ছবিতে রয়েছেন বলে জানালেন পরিচালক।
জমজমাট প্রিমিয়ার হওয়ার পর ছবি মুক্তি পেতে আর বেশী দেরি নেই। এমনিতেই থরের পর্বগুলি জনপ্রিয়তার চূড়়ার পৌঁছেছে। এই ছবিও তাঁর ব্যতিক্রম হবে বলে মনে হয় না।