TRENDING:

চিনি হলে সরোজজি’কে চায়ে ফেলে খেয়ে নিতেন! বলেছিলেন মাধুরী দীক্ষিত

Last Updated:

তাঁরা একসঙ্গে পর্দায় আসা মানেই দারুণ রসায়ন ৷ মাধুরী আর সরোজ যেন ছিলেন একে অপরের পরিপূরক ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাধুরী-সরোজের জুটি মানেই হিট! তাঁরা একসঙ্গে পর্দায় আসা মানেই দারুণ রসায়ন ৷ সেই অসাধারণ নাচের স্টেপ, সেই ভঙ্গিমা...যা কোনওদিনই ভোলার নয় । বলিউডের সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে সুন্দর গুরু-শিষ্যের সম্পর্ক বলতে এক কথায় বোধহয় এই জুটির কথাই উঠে আসবে । মাধুরী আর সরোজ যেন ছিলেন একে অপরের পরিপূরক ।
advertisement

তাই খুব স্বাভাবিকভাবেই সরোজ খানের হঠাৎ চলে যাওয়ায় গভীর শোকাহত মাধুরী দীক্ষিত ৷ মাধুরীর জনপ্রিয়তার সিংহভাগই যে সরোজ খানের দাক্ষিণ্যে সে কথা কমবেশি সকলেই মানেন ৷ মাধুরী ভাল নাচতে পারেন ৷ তাঁর মধ্যে সেই গুণের সদ্ব্যবহার করেছিলেন কোরিওগ্রাফার সরোজ ৷ তাই তো সরোজ শুধু মাধুরীর গুরুজি ছিলেন না, ছিলেন বন্ধুও ৷ তাঁর মৃত্যুতে মাধুরী ট্যুইটে লিখলেন যে 'আমার গুরু সরোজ খানের এই চলে যাওয়ায় আমি বিধ্বস্ত ৷ চিরকাল তাঁর প্রতি আমি কৃতজ্ঞ থাকব ৷ খুব ভাল একজন মানুষকে হারালাম আমরা ৷ আমি আপনাকে মিস করব এবং আমার সমবেদনা তাঁর পরিবারের জন্য ।’

advertisement

গতকাল, অর্থাৎ রবিবার ছিল গুরু পূর্ণিমা । এমন দিনে সদ্যই গুরুহারা হয়েছেন মাধুরী । আবারও সোশ্যাল মিডিয়ার পাতায় তাই সরোজের স্মৃতিতেই ডুবে রইলেন বলিউডের ধক ধক গার্ল ।

লিখলেন, ‘‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না মাস্টারজি আর নেই । তাঁর মতো বন্ধু, গুরু, দার্শনিক, পথপ্রদর্শককে হারিয়ে আজ আমি বিধ্বস্ত । আমার এই গভীর বেদনার কথা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই । সেদিনও সরোজজির মেয়ের সঙ্গে আমার কথা হয়েছিল হাসপাতালে । শুনলাম উনি ঠিক আছেন । তার দু’দিনের মধ্যেই চলে গেলেন ।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর মাধুরীর কথায় উঠে এল তাঁদের প্রথম সাক্ষাতের কথা, একসঙ্গে কোরিওগ্রাফি করা, হুক স্টেপ তৈরি করা, মাস্টারজির নাচে সেই আভিজাত্য, সেই চাহনি, ভঙ্গিমা....সবটাই । একবার সরোজ খানকে মাধুরী বলেছিলেন, ‘‘সরোজজি যদি আপনি চিনি হতেন, আমি চায়ের মধ্যে দিয়ে সেটা খেয়ে নিতাম ।’’

বাংলা খবর/ খবর/বিনোদন/
চিনি হলে সরোজজি’কে চায়ে ফেলে খেয়ে নিতেন! বলেছিলেন মাধুরী দীক্ষিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল