তাই খুব স্বাভাবিকভাবেই সরোজ খানের হঠাৎ চলে যাওয়ায় গভীর শোকাহত মাধুরী দীক্ষিত ৷ মাধুরীর জনপ্রিয়তার সিংহভাগই যে সরোজ খানের দাক্ষিণ্যে সে কথা কমবেশি সকলেই মানেন ৷ মাধুরী ভাল নাচতে পারেন ৷ তাঁর মধ্যে সেই গুণের সদ্ব্যবহার করেছিলেন কোরিওগ্রাফার সরোজ ৷ তাই তো সরোজ শুধু মাধুরীর গুরুজি ছিলেন না, ছিলেন বন্ধুও ৷ তাঁর মৃত্যুতে মাধুরী ট্যুইটে লিখলেন যে 'আমার গুরু সরোজ খানের এই চলে যাওয়ায় আমি বিধ্বস্ত ৷ চিরকাল তাঁর প্রতি আমি কৃতজ্ঞ থাকব ৷ খুব ভাল একজন মানুষকে হারালাম আমরা ৷ আমি আপনাকে মিস করব এবং আমার সমবেদনা তাঁর পরিবারের জন্য ।’
advertisement
গতকাল, অর্থাৎ রবিবার ছিল গুরু পূর্ণিমা । এমন দিনে সদ্যই গুরুহারা হয়েছেন মাধুরী । আবারও সোশ্যাল মিডিয়ার পাতায় তাই সরোজের স্মৃতিতেই ডুবে রইলেন বলিউডের ধক ধক গার্ল ।
লিখলেন, ‘‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না মাস্টারজি আর নেই । তাঁর মতো বন্ধু, গুরু, দার্শনিক, পথপ্রদর্শককে হারিয়ে আজ আমি বিধ্বস্ত । আমার এই গভীর বেদনার কথা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই । সেদিনও সরোজজির মেয়ের সঙ্গে আমার কথা হয়েছিল হাসপাতালে । শুনলাম উনি ঠিক আছেন । তার দু’দিনের মধ্যেই চলে গেলেন ।’’
এরপর মাধুরীর কথায় উঠে এল তাঁদের প্রথম সাক্ষাতের কথা, একসঙ্গে কোরিওগ্রাফি করা, হুক স্টেপ তৈরি করা, মাস্টারজির নাচে সেই আভিজাত্য, সেই চাহনি, ভঙ্গিমা....সবটাই । একবার সরোজ খানকে মাধুরী বলেছিলেন, ‘‘সরোজজি যদি আপনি চিনি হতেন, আমি চায়ের মধ্যে দিয়ে সেটা খেয়ে নিতাম ।’’