তবে ব্রিটেনে এই ছবির মু্ক্তি নিয়েও আপত্তি জানাল লন্ডনের রাজপুত সংগঠন ৷ ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশকে চিঠি দিয়ে ছবিটি নিষিদ্ধ করার কথাও বলেছে এই সংগঠন ৷
ব্রিটিশ বোর্ড অফ ফিল্ম ক্লাসিফিকেশ (BBFC)-র সবুজ সঙ্কেত পাওয়ার পরেই সেদেশে ‘পদ্মাবতী’-র মুক্তি নিয়ে আর কোনও সমস্যাই থাকল না ৷ কোনও কাটছাঁট ছাড়াই ব্রিটেনে মুক্তি পাচ্ছে পদ্মাবতী ৷ টুইট করে ব্রিটিশ সেন্সর বোর্ডের তরফে জানানো হয়, ‘পদ্মাবতী হিন্দি ভাষার পৌরাণিক মহাকাব্য ৷ সেখানে রাজপুত রানিকে পেতে চান সুলতান ৷ ’
advertisement
এদিকে পদ্মাবতীর মুক্তি রুখতে মামলা সুপ্রিম কোর্টে ৷ মামলা করেছেন এক আইনজীবী ৷ আগামী ২৮ নভেম্বর মামলার শুনানি হবে ৷ ছবিটি মুক্তি পেলে সামাজিক ঐক্য নষ্ট হবে বলে মামলার আবেদনে দাবি ওই আইনজীবীর ৷
প্রথমে মধ্যপ্রদেশ, তারপর রাজস্থান ৷ এবার খোদ মোদির খাসতালুক গুজরাটেও নিষিদ্ধ হয়েছে সঞ্জয়লীলা বনশালির পদ্মাবতী ৷ বুধবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি স্পষ্টই জানিয়ে দেন ছবি নিয়ে বিতর্ক না মিটলে গুজরাটে মুক্তি পাবে না পদ্মাবতী ৷ রূপানির কথায়, ‘‘ সাধারণ মানুষের মনোভাবে আঘাত লেগেছে ৷ এই বিষয়টিকে অগ্রাহ্য করা যায় না ৷ রাজ্যের আইন-শৃঙ্খলা ঠিক রাখতে গুজরাটে রিলিজ করতে দেওয়া যাবে না এই ছবি ৷ বিতর্ক মিটলে তবে মুক্তির কথা ভেবে দেখা হবে ৷ ’’