TRENDING:

আবারও নেপোটিজম শুরু বলিউডে, হটস্টারে মুক্তি পেলেও কুণাল-বিদ্যুতের ছবি ফের ব্রাত্য!

Last Updated:

সম্প্রতি অভিনেতা কুণাল খেমু ও বিদ্যুৎ জামালের ট্যুইটে ফের আরও একবার প্রমাণিত হল এত বিতর্ক, এত সমালোচনার ঝড় ওঠার পরেও বলিউড আছে সেই বলিউডেই ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: শিকড়টা একেবারে গভীরে গভীরে ছড়িয়ে পড়েছে । সেই অসুখ এত সহজে নির্মূল হওয়ার নয় । অভিনেতা কুণাল খেমু আর বিদ্যুৎ জামালের সাম্প্রতিক ট্যুইটে ফের আরও একবার প্রমাণিত হল এত বিতর্ক, এত সমালোচনার ঝড় ওঠার পরেও বলিউড আছে সেই বলিউডেই । সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিপাড়ার পর্দা ফাঁস হয়েছে একের পর এক । বারবারই আঙুল উঠছে বি-টাউনের অন্দরে জাঁকিয়ে বসা নেপোটিজমের দিকে । কিন্তু এত তর্কবিতর্কের পরেও যে স্বজনপোষণের গভীর অসুখ এখনও বহাল তবিয়তেই রয়েছে, তা পরিষ্কার ।
advertisement

সম্প্রতি ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে বলিউডের বিগ বাজেটের সাত সাতটি ছবি । ডিজনি+হটস্টারেই এই ছবিগুলির প্রিমিয়ার হবে । সেখানেই মুক্তি পাবে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ । তারপরই মুক্তি পাবে, অক্ষয় কুমারের ‘লক্ষ্মী বম্ব’, অজয় দেবগণ অভিনীত ‘ভূজ’। আলিয়ার ‘সড়ক ২’, অভিষেকের ‘দ্য বিগ বুল’। সঙ্গে মুক্তি পাবে কুণাল খেমুর ‘লুটকেস’ ও বিদ্যুৎ জমওয়ালের ‘খুদা হাফিজ’।

advertisement

কিন্তু গতকাল এই ছবিগুলির রিলিজ ডেট ঘোষণা হওয়ার পর থেকেই শুরু হয় বলিউডের সেই পুরনো একচোখামি । আর তা নিয়ে বেজায় চটেছেন বিদ্যুৎ ও কুণাল । দুই অভিনেতারর ট্যুইটও এই প্রসঙ্গেই ।

কারণ সাতটি ছবির মধ্যে ৫টি ছবিই শুধুমাত্র ডিসপ্লেতে জায়গা পেয়েছে । বাকি দু’টি ছবি না পেয়েছে কোনও আমন্ত্রণ, না পেয়েছে সম্মান । প্রসঙ্গত সাতটি ছবির মধ্যে পাঁচটি ছবির নায়ক-নায়িকাদের নিয়ে গতকাল হটস্টারে একটি লাইভ আড্ডা সেশন ছিল । সেখানে উপস্থিত ছিলেন আলিয়া, অভিষেক, অজয় দেবগণ, অক্ষয় কুমার এবং সঞ্চালক ছিলেন বরুণ ধাওয়ান । কিন্তু কুণাল খেমু বা বিদ্যুৎ জামালকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
উৎসবের মরশুমে শুরু হয়ে গেল বই পার্বণ! কোথায় হচ্ছে, কতদিন চলবে জানুন
আরও দেখুন

ট্যুইটে তাই বিদ্যুৎ দুঃখ করে লিখেছেন, ‘‘এখনও অনেক পথ যেতে হবে ।’’ অন্যদিকে কুণাল আজ লেখেন, ‘‘সম্মান চাওয়া যায় না, অর্জন করতে হয় । কেউ না দিলে তা আমরা ছোট হয়ে যাই না । শুধু খেলার জন্য মাঠটা সমান হিসাবে দেওয়া হোক । আমরাও বড় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ।’’

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আবারও নেপোটিজম শুরু বলিউডে, হটস্টারে মুক্তি পেলেও কুণাল-বিদ্যুতের ছবি ফের ব্রাত্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল