TRENDING:

সিনেমায় আসার আগে বাচ্চা সামলানোর কাজ করতেন কিয়ারা !

Last Updated:

সারাদিন ছোট বাচ্চাদের সামলাতাম। এমনকি বাচ্চাদের ডাইপারও আমি চেঞ্জ করে দিতাম

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কিয়ারা আদবানি। "কবীর সিং" ছবিতে তাঁর অভিনয় সকলের নজর কেড়েছিল। বিশেষ করে চুমুর দৃশ্যে কিয়ারা ও শাহিদ কাপুর খুবই সাবলীল অভিনয় করেছিলেন। এই ছবির পর থেকেই কিয়ারা একের পর এক ভাল ছবির অফার পেতে শুরু করেন। এখন বলিউডের উঠতি নায়িকাদের মধ্যে কিয়ারার নাম প্রথম সারিতেই আসে। সামনেই মুক্তি পেতে চলেছে কিয়ারা অভিনীত ছবি "গুড নিউজ"। সেখানে কিয়ারাকে দেখা যাচ্ছে প্রেগন্যান্ট অবস্থায়। কিয়ারার সঙ্গে এই ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, করিনা কাপুর খান, ও দিলজিৎ। কিন্তু এই ছবি মুক্তির আগেই কিয়ারা নিজের জীবনের গোপন কথা শেয়ার করলেন।
advertisement

তিনি সম্প্রতি একটি ইন্টারভিউতে জানান, সিনেমায় আসার আগে তিনি তাঁর মায়ের একটি প্রি-স্কুল আছে, সেখানে কাজ করতেন। তিনি বলেন, " সকলান সাতটায় আমি মায়ের স্কুলে পৌঁছে যেতাম। তারপর সারাদিন ছোট বাচ্চাদের সামলাতাম। এমনকি বাচ্চাদের ডাইপারও আমি চেঞ্জ করে দিতাম। আমি বাচ্চা খুব ভালবাসি। আমি চাইবো আমার নিজেরও একটি সন্তান হোক। কারণ এই অনুভূতি সব থেকে বড়।" কিয়ারার এই খোলামেলা উত্তরের পর সকলেই কিয়ারার আগের জীবন নিয়ে আগ্রহ দেখিয়েছেন। এবং কিয়ারাকে আরও ভাল কাজ করার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমায় আসার আগে বাচ্চা সামলানোর কাজ করতেন কিয়ারা !