এক সংবাদমাধ্যম সাক্ষাৎকারে সানিকে ক্যাটরিনা (Katrina Kaif) সম্পর্কে জিজ্ঞাসা করে। উত্তরে সানি বলেন, "আমার সঙ্গে দেখা হয়েছে ক্যাটরিনার। 'দ্য ফরগটেন আর্মি' যখন মুক্তি পেল তখন ক্যাটরিনা ওখানে ছিল। কারণ ও কবীর খানের খুব ভালো বন্ধু। ওর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে। ও খুবই মিষ্টি।"
ভিকি (Vicky Kaushal) কৌশলের সঙ্গে ক্যাটরিনার গুজব নিয়েও জিজ্ঞাসা করা হয় সানি কৌশলকে। সেই সময়ে তিনি উত্তরে বলেন, সত্যি এটা ভীষণ মজার। আমরা সবাই হাসছিলাম। আমরা যখন সকালে উঠে খবরটা পড়লাম, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গিয়েছিল। কিছুদিন আগেই খবর ছড়ায় ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) ও ভিকি কৌশল (Vicky Kaushal) নাকি গোপনে বাগদান সেরেছেন। নেট দুনিয়া সরগরম হয়ে ওঠে এই খবরে। কিন্তু ক্যাটরিনা কাইফের মুখপাত্র জানিয়েছিলেন, খবরটি নাকি স্রেফ গুজব।
advertisement
কিন্তু বলিউডে খবর, সত্যিই সম্পর্কে রয়েছেন দুই তারকা। সেই খবর ফাঁস করেছেন দুই তারকার বন্ধু তথা অভিনেতা হর্ষবর্ধন কাপুর। তিনি বলেছিলেন, সংবাদমাধ্যমকে বলেছিলেন, "ভিকি ও ক্যাটরিনা একসঙ্গেই রয়েছে। এটা সত্যিই। কিন্তু এটা বলার জন্য আমায় কি সমস্যায় পড়তে হবে? আমি জানি না।" সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত শেরশাহ-র স্ক্রিনিং এ একসঙ্গে গিয়েছিলেন ক্যাটরিনা ও ভিকি। তবে পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে ধরা দেননি। ২০১৯-এও একসঙ্গে ডিনার ডেটে গিয়ে ধরা পড়েন দুই তারকা। সেই সময়ে সেই ছবি সোশ্যালে মুহূর্তে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন- প্রতিযোগীনীকে দেখে মুগ্ধ বিগবি! কেবিসি-র সেটেই তাঁকে ডেটে নিয়ে যাওয়ার প্রস্তাব অভিনেতার
ক্যাটরিনা ও ভিকির (Vicky Kaushal) গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। কেউ আবার তাদের একসঙ্গে ডাকেন 'ভিকট্রিনা' বা 'ভিকক্যাট'। ক্যাটরিনা ও ভিকির গুঞ্জন প্রকাশ্যে আসতেই অনেকে জানিয়েছিলেন এই জুটি তাদের ভীষণ পছন্দ। কেউ আবার তাদের একসঙ্গে ডাকেন 'ভিকট্রিনা' বা 'ভিকক্যাট'।