রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেলে বসতে চলেছে বিয়ের আসর। ৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে বিয়ের নানা অনুষ্ঠান। বিয়ের জন্যে ইতিমধ্যেই ৭০০ বছরের পুরনো এই দুর্গ হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে। কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তাঁরা সেখানেই থাকবেন। যদিও বিয়ে নিয়ে এখনও সরাসরি মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনার কেউই। একাধিক ইভেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য। ইতিমধ্যেই ভিকি ও ক্যাটরিনার তরফে ১০ জনের একটি দল গিয়ে বিয়ের ভেন্যুতে থেকে সব কিছু খতিয়ে দেখে নিচ্ছেন।
advertisement
রেকি করে রাখছেন গোটা অনুষ্ঠানটা। কোথায় বসবে মেহেন্দির আসর, কোথায় হবে মূল বিয়ের অনুষ্ঠান সবই দেখে নিচ্ছেন তাঁরা। চতুর্দশ শতাব্দীতে তৈরি হয়েছিল এই দুর্গটি। এতে ৪৮টি লাক্সারি স্যুট রয়েছে। ঐতিহ্যশালী রাজস্থানি স্টাইলেই সাজানো প্রতিটা ঘর। ঘরের সঙ্গে লাগানো রয়েছে ব্যক্তিগত গার্ডেন। রিসর্টের মধ্যে রয়েছে তিনটি বিলাসবহুল রেস্তোরাঁ। এইগুলিতে যেমন রাজস্থানের স্থানীয় খাবার পাওয়া যায়, তেমনই বিদেশের খাবারও মেলে। এছাড়া রয়েছে নানা রকমের সুরা ও ককটেলস। এই প্রাসাদ প্রমাণ রাজবাড়ির কেন্দ্রে রয়েছে একটি বিরাট এলাকা যাকে সেন্ট্রাল কোর্টইয়ার্ড বলা হয়। রাজবাড়ির বিশেষ আকর্ষণ এই জায়গাটি।
আরও পড়ুন: বিয়ের গুঞ্জন থেকে নতুন ছবির প্রচার, চাপ না নিয়ে ফ্যাশনে টেক্কা দিচ্ছেন ক্যাট সুন্দরী!
আরও পড়ুন: অবশেষে জানা গেল বিয়ের দিনক্ষণ, চারহাত কবে এক ভিকি কৌশল ক্যাটরিনা কাইফের?
সূত্রের খবর, সব্যসাচী ক্যাটরিনা ও ভিকির বিয়ের পোশাক ডিজাইন করছেন। তাঁরা এরই মধ্যে পোশাক পছন্দ করেছেন। র সিল্কের কাপড়ে ক্যাটরিনা পোশাক বাছাই করেছেন। সেটি হতে চলেছে লেহেঙ্গা। ডিসেম্বরেই হবে বিয়ে।