TRENDING:

Kartik Aaryan: ৪.৫ কোটির গাড়ি চড়ে বেরিয়ে মাঝ রাস্তায় গড় হয়ে গাড়িকে প্রণাম করলেন কার্তিক!

Last Updated:

অনেক কষ্ট করে নিজের স্বপ্নের এই চার চাকাটি তিনি কিনেছেন । সেই প্রমাণ ধরা পড়ল তাঁর ভঙ্গিমাতেই ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কার্তিক আরিয়ানের ফ্যানেদের জন্য দারুণ খবর। সোমবার অভিনেতা করোনামুক্ত হয়েছেন বলে খবর দিয়েছেন। আর তারপরেই ঘরে নিয়ে এলেন ৪.৫ কোটি মূল্যের নতুন সদস্যকে।
advertisement

করোনা নেগেটিভ হয়ে কার্তিক ইনস্টাগ্রামে নিজেই শেয়ার করেছিলেন এই খবর। 'লভ আজ কাল' অভিনেতা একটি সূর্যস্নাত সেলফি শেয়ার করে লিখেছিলেন, ‘‘নেগেটিভ... ১৪ দিনের বনবাস শেষ... কাজে ফেরার পালা।’’ মজার ক্যাপশনের পাশাপাশি ছবিতে নিজের নাকের উপর আঙুল সমান্তরাল ভাবে রেখে নেগেটিভ সাইন দেখিয়েছেন অভিনেতা। করোনা আক্রান্ত হওয়ার পর কার্তিক বাড়িতে হোম কোয়ারান্টিনে ছিলেন ১৪ দিন।

advertisement

আর এ বার ‘বনবাস’ থেকে মুক্ত হয়েই বাড়িতে নিয়ে এলেন নতুন সদস্যকে, ৪.৫ কোটি টাকার ল্যাম্বরগিনি (Lamborghini Urus) । বলিউডে এই গাড়ি রয়েছে রণবীর সিং আর রোহিত শেট্টির । রণবীরের গাড়িটি বোল্ড রেড আর রোহিতেরটি হলুদ রঙের । তবে কার্তিকের ইতালিয়ান স্পোর্টস SUV গাড়িটি কালো রঙের ।

সেই গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে এ বার নিজেই জোড় হাত করে ল্যাম্বরগিনি’কে প্রণাম করলেন তিনি । অনেক কষ্ট করে নিজের স্বপ্নের এই চার চাকাটি তিনি কিনেছেন । সেই প্রমাণ ধরা পড়ল তাঁর ভঙ্গিমাতেই ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Kartik Aaryan: ৪.৫ কোটির গাড়ি চড়ে বেরিয়ে মাঝ রাস্তায় গড় হয়ে গাড়িকে প্রণাম করলেন কার্তিক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল