কিন্তু শোনা যাচ্ছে, ছোট ছেলে জেহ গর্ভে থাকাকালীন সইফ নয়, অন্য পুরুষের সঙ্গে নাকি রোম্যান্সে মেতেছিলেন খোদ বেগমজান । এই সত্যই এ বার প্রকাশ্যে এসেছে । কিন্তু এমন ঘটনা কী করে সম্ভবপর হল ? বলিউডের অন্যতম সেরা, ও সকলের প্রিয় জুটি গুলির মধ্যে অন্যতম সইফিনার জুটি । একে অপরকে চোখে হারান তাঁরা । তাই প্রতিবেদনটি বিস্তারিত পড়লেই প্রকৃত খবরটি জানতে পারবেন ।
লকডাউন শুরুর আগেই আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)-র শ্যুটিং করছিলেন করিনা । সেই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গত বছরের ক্রিসমাসে । কিন্তু করোনা আবহে পিছিয়ে গিয়েছে সেই ছবির মুক্তি । জানা গিয়েছে, গোটা এক বছর পর অর্থাৎ ২০২১ সালের বড়দিনেই মুক্তি পাবে ‘লাল সিং চাড্ডা’ ।
এ পর্যন্ত সবই ঠিক আছে । কিন্তু সমস্যা হয়েছিল করিনার প্রেগন্যান্সি নিয়ে । লকডাউনের কারণে ছবির কিছু অংশের শ্যুটিং বাকি থেকে গিয়েছিল । এর মধ্যেই গর্ভবতী হয়ে পড়েছিলেন করিনা । তারপর যখন ফের ছবির শ্যুটিং শুরু হয়, তখন নায়িকা ২-৩ মাসের অন্তঃসত্ত্বা । আর সে কারণেই জেহ-কে গর্ভে নিয়েই আমিরের সঙ্গে রোম্যান্স করেছেন বেবো । সেই অর্থে দেখতে গেলে কিন্তু পতৌদি পরিবারের সর্ব কনিষ্ঠ সদস্য ইতিমধ্যেই ক্যামেরার সামনে চলে এসেছে, সে মায়ের সঙ্গেই হোক, বা একা একা । তাই মা করিনা আর আমির খানের এক রোম্যান্টিক গানের দৃশ্যে উপস্থিত থাকবে জাহাঙ্গীরও ।
জানা গিয়েছে, নায়িকা বেবি বাম্প নিয়ে শ্যুটিং করলেও ছবির সামঞ্জস্য বজায় রাখতে তা VFX বা ভিজুয়াল এফেক্টস দিয়ে