TRENDING:

কত টাকার কস্টিউম পরে জিমে যান করিনা?

Last Updated:

তিনি করিনা কাপূর খান ৷ কাপূর পরিবারের লাডলি, আবার নবাব পরিবারের ঘরণী ৷ আদব-কায়দা, স্টাইলে, ফ্যাশনে, আভিজাত্যে তিনি যে নজরকাড়া হবেন, এ তো জানা কথাই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: তিনি করিনা কাপূর খান ৷ কাপূর পরিবারের লাডলি, আবার নবাব পরিবারের ঘরণী ৷ আদব-কায়দা, স্টাইলে, ফ্যাশনে, আভিজাত্যে তিনি যে নজরকাড়া হবেন, এ তো জানা কথাই ৷ আর বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টে লাইম লাইটে থেকেছেন করিনা ৷ তাই ফোটোশুট বা অন্য ইভেন্টের মতো তাঁর জিম সেশনও স্টাইলের সঙ্গেই বজায় রাখেন নায়িকা ৷
advertisement

তৈমুর হওয়ার আগে বেশ খানিকটা পুট অন করেছিলেন বেবো ৷ তবে মা হওয়ার কিছুদিন পর থকেই ফিরে এসেছেন চেনা রুটিনে ৷ প্রতিদিন নিয়ম করে জিমের সামনে দেখা যায় তাঁকে ৷ জিমেও তাঁর ফ্যাশন থাকে চোখে পড়ার মতো ৷ কোনওদিন ক্যাজুয়াল, কোনওদিন টাইটস, কোনওদিন হট প্যান্টে জিমে ওয়ার্কআউট করতে দেখা যায় করিনাকে ৷ সম্প্রতি ধূসর রঙের একটি টি-শার্ট ও কালো টাইটস পরেছিলেন নায়িকা ৷ সেই পোশাক নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা ৷ ‘গুচ্চি’র টাই-ডাই এসি/ডিসি সেই টি-শার্টটি ওয়াসড কটনে তৈরি ৷ এর ফেব্রিকের মধ্যে রয়েছে ছোট ছোট ছিদ্র ৷ এতে গরম ভাব অনুভব হয় ৷ যা বিশেষভাবে জিম সেশনের জন্যই তৈরি হয়েছে ৷

advertisement

আরও পড়ুন: বিগ বস ১২-র প্রথম প্রতিযোগী কে?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

কিন্তু এই অত্যাধুনিক জিম পোশাকটির দাম শোনার আগে একটা বড় ঝটকার জন্য প্রস্তুত হয়ে যান ৷ কারণ ‘গুচ্চি’র এই পোশাকটির দাম ৭২০ ডলার ৷ অর্থাৎ ভারতীয় মুদ্রায় হিসেব করলে তা দাঁড়ায় প্রায় ৪৬ হাজার টাকার মতো ৷

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
কত টাকার কস্টিউম পরে জিমে যান করিনা?