করণ জোহরের মেয়ে রুহির কথাই হচ্ছে ৷ সম্প্রতি সে একটা কাজে চমকে দিয়েছে তার বাবাকে ৷ ২০১৭-র ফেব্রুয়ারিতে সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হয়েছেন করণ ৷ যশ ও রুহিকে নিয়েই এখন অবসর সময় কাটে পরিচালকের ৷
আরও পড়ুন:'বাহুবলি টু: দ্য কনক্লিউশন'-কে হার মানিয়ে রেকর্ড সৃষ্টি করল 'বাঘি টু'
advertisement
সদ্যই এক বছরের জন্মদিন পেরিয়ে এসেছে যশ-রুহি ৷ এখন আধো-আধো কথা বলছে তারা ৷ গত শনিবার প্রথমবারের জন্য করণকে ‘পাপা’ বলে ডাকল রুহি ৷ স্বাভাবিকভাবেই সেই আনন্দ চেপে রাখতে পারেননি গর্বিত বাবা ৷ সঙ্গে সঙ্গেই সেই খবর শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷
আরও পড়ুন:অাইপিএল-এ পারফর্ম করছেন না রণবীর, অফার হৃতিকের কাছে
দুই সন্তানের বাবা এখন ছবির বিষয়ে কী ভাবছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই প্রশ্ন করা হয়েছিল করণ জোহরকে ৷ তা হলে কী এ বার বাচ্চাদের ছবি করবেন ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর পরিচালক? করণ সাফ জানিয়ে দেন, বাড়িতে দুই সন্তান থাকলেও বাচ্চাদের ছবি নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি ৷ করণ এ দিন বলেন, ‘‘আমি এমন ছবি করি, যার মধ্যে একটা গল্প থাকে ৷ সেই গল্পটা আমার উপলব্ধির উপর ভিত্তি করে গড়ে ওঠে ৷ ’’