স্রেফ নাকি একঘেঁয়েমি কাটাতে স্বরাকে নিশানা করেছেন কঙ্গনা। স্বরার চেহারা নিয়ে ট্রোল করা একটি টুইট শেয়ার করেছেন কঙ্গনা। আর সেই টুইটকে কুরুচিকর বলে মনে করছেন নেটিজেনরা। মূল টুইটটি করা হয়েছে ধাকড় বৈভব নামে একটি অ্যাকাউন্ট থেকে।
টুইটের ছবিটিতে কঙ্গনা ও স্বরা দুজনকেই প্রায় একই পোশাকে দেখা যাচ্ছে। দুজনেই সাদা হাইনেক ব্লাউজের সঙ্গে ঘিয়ে রঙের শাড়ি পড়েছেন। সঙ্গে দুজনের গলাতেই রয়েছে সোনার নেকপিস আর চুল খোঁপা করা। টুইটে কঙ্গনার ছবিটিকে প্রশংসা করে ক্যাপশনে লেখা- 'Class'। অন্যদিকে স্বরার ছবির ক্যাপশনে লেখা 'Crass', যার বাংলা অর্থ নির্বোধ বা স্থূল। সঙ্গে স্বরার কপালের অংশ লাল রঙের গোলের মধ্যে হাইলাইট করা হয়েছে ছবিতে।
এই নিম্ন রুচির টুইটটি শেয়ার করেছেন কঙ্গনা। ক্যাপশনে বিদ্রুপের ভঙ্গিতে লিখেছেন, "এরা সব কী বলছে! এরকম ব্যাপার নাকি?" এমনকি সেই টুইটে স্বরাকে ট্যাগ করেছেন কঙ্গনা। এর সঙ্গে আবার কঙ্গনা লেখেন, "একঘেঁয়ে দিনে একটু স্বরা ভাস্করের পিছনে লাগছিলাম।"
তবে এর উত্তরে স্বরা যে টুইট করেছেন তার প্রশংসা করছেন নেটিজেনরা। তিনি লিখেছেন, "তোমার একঘেঁয়েমি কাটিয়ে সাহায্য করতে পারলে সব সময়ে খুশি হব। তুমি জানো আমি তোমায় ভালোবাসি।"
তবে স্বরাও যে ব্যঙ্গের ভঙ্গিতেই এই উত্তর দিয়েছেন তা নেটিজেনদের অজানা নয়। কারণের দুজনের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে মতবিরোধ হয়। এর আগে স্বরাকে একাধিকবার আক্রমণ করেছেন কঙ্গনা।