TRENDING:

২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, বম্বে হাইকোর্টে BMC-র বিরুদ্ধে মামলা করলেন কঙ্গনা রানাওয়াত

Last Updated:

অফিসের একাংশ ভাঙায় ক্ষতিপূরণ দাবি করলেন কঙ্গনা । ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন বলিউডের ক্যুইন ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বম্বে হাইকোর্টে মামলা ঠুকলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)-র বিরুদ্ধে মামলা করলেন তিনি । গত সপ্তাহে মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাওয়াতের অফিস ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বিএমসি । সে সময় মুম্বইয়ে উপস্থিত ছিলেন না কঙ্গনা । ছিলেন নিজের বাড়ি মানালিতে । মুম্বইয়ের অফিস ভাঙার খবর পেয়ে তড়িঘড়ি ফিরে আসেন মুম্বইতে ।
advertisement

এ বার সেই অফিসের একাংশ ভাঙায় ক্ষতিপূরণ দাবি করলেন কঙ্গনা । ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করলেন বলিউডের ক্যুইন । মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করে একটি ট্যুইট করেছিলেন কঙ্গনা । ঘটানর সূত্রপাত সেখান থেকেই । এরপরেই বুলডোজার এনে অবৈধ নির্মাণের অভিযোগে কঙ্গনার অফিস, তথা প্রডাকশন হাউজ, তথা বিলাসবহুল বাংলোটির একাংশ ভেঙে দেয় বিএমসি ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে কয়েক ঘণ্টার মধ্যেই বম্বে হাইকোর্ট কঙ্গনা অভিযোগ দায়ের করলে হাইকোর্টের নির্দেশে অফিস ভাঙার কাজে স্থগিত করতে হয় । বিএমসি-র অভিযোগ ছিল, কঙ্গনার অফিস প্রস্তাবিত এলাকার থেকে ২-৩ ইঞ্চি বাড়িয়ে করা হয়েছে । কঙ্গনা বলেন, বিল্ডাররা যদি সত্যিই এমন কাজ করে থাকে, তা হলে সেটা তাঁর জানা নেই । তবে তা যদি হয়, তা হলে বিএমসি-র উচিত ছিল, সেই ২-৩ ইঞ্চি জায়গা ভেঙে দেওয়া । কিন্তু তারা ‘ক্যুইন’-এর স্টুডিওর বহু ক্ষতি করেছে । অফিসের ভিতরের ইন্টেরিয়র থেকে শুরু করে আসবাবপত্র সবই নষ্ট করেছে ।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
২ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে, বম্বে হাইকোর্টে BMC-র বিরুদ্ধে মামলা করলেন কঙ্গনা রানাওয়াত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল