অরবিন্দ স্বামী এখানে রয়েছেন এমজি রামচন্দ্রন (M G Ramchandran) বা বিখ্যাত এমজিআরের চরিত্রে। এম করুণানিধির (M Karunanidhi) চরিত্রে আছেন প্রকাশ রাজ, শোভনবাবুর (Shovan Babu) চরিত্রে আছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। কঙ্গনার মায়ের চরিত্রে করছেন ম্যায়নে পেয়ার কিয়া (Maine Pyar Kiya) খ্যাত ভাগ্যশ্রী (Bhagyashree)। এগারো বছর পর আবার বড় পর্দায় দেখা যাবে ভাগ্যশ্রীকে। মধু (Madhoo) এবং পূর্ণাও (Poorna) রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ছবির গল্প লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ (KV Vijayendra Prasad)। তিনিই এর আগে ব্লকবাস্টার ছবি বাহুবলী (Baahubali) লিখেছেন। কঙ্গনা জানিয়েছেন তালাইভি তাঁর কেরিয়ারের প্রথম ছবি যেখানে তাঁর নাম কেউ সুপারিশ করেছেন। আর সেটা লেখক বিজয়েন্দ্র প্রসাদ।
advertisement
স্পষ্ট বক্তা হিসেবে কঙ্গনা বলিউডে সুপরিচিত। এবারেও তিনি স্পষ্ট ভাষায় বলেন যে এর আগে তাঁর নাম সুপারিশ করা হত তাঁকে ছবিতে না নেওয়ার জন্য! এই প্রথম কেউ তাঁর নাম সুপারিশ করলেন যাতে তাঁকে ছবিতে নেওয়া হয়, সেই কথা ভেবে। তিনি লেখককে বলেছিলেন যে এই জাতীয় ছবিতে চরিত্রায়ন যদি ঠিকঠাক না হয়, ছবি মুখ থুবড়ে পড়তে পারে। যদিও বিজয়েন্দ্র তাঁকে আশ্বাস দেন যে এই চরিত্র একমাত্র কঙ্গনাই ফুটিয়ে তুলতে পারবেন। আগামী ২৩ এপ্রিল মুক্তি পাবে ছবি!
Written By: Doyel