আমির খান ও কিরণ রাওয়ের বিচ্ছেদ (Amir khan Kiran Rao Divorce) ঘোষণার ঠিক দুদিনের মাথায় এবার মুখ খুললেন 'কুইন' কঙ্গনা (Kangana Ranaut)। এই প্রসঙ্গে তাঁর ইন্সটা স্টোরিতে নিজের মন্তব্য প্রকাশ করলেন কঙ্গনা রানাওয়াত। তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে দীর্ঘ নোটে এদিন কঙ্গনা লেখেন, ‘একসময় পঞ্জাবের বেশিরভাগ পরিবারে এক ছেলেকে হিন্দু এবং অন্য জনকে শিখ করার প্রথা ছিল। হিন্দু ও মুসলমান বা শিখ ও মুসলমানদের মধ্যে এ জাতীয় প্রবণতা দেখা যায়নি। আমির খান স্যারের দ্বিতীয় বিবাহ বিচ্ছেদের পরে আমি ভাবলাম, যে কেন দুই ভিন্ন ধর্মের বিবাহের ক্ষেত্রে বাচ্চারা সবসময়ই মুসলিম পরিচিতি পায়। মহিলারা কেন হিন্দু থাকতে পারেন না? সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদেরও এটি পরিবর্তন করা উচিত। হিন্দু, জৈন, বৌদ্ধ, শিখ, এবং নাস্তিকরা যদি এক পরিবারে একসঙ্গে থাকতে পারে তবে মুসলমানরা কেন নয়? সর্বোপরি, মুসলমানকে বিয়ে করার জন্য কেন কাউকে ধর্ম পরিবর্তন করতে হবে?’
advertisement
এমনিই একগুচ্ছ প্ৰশ্ন তোলেন কঙ্গনা তাঁর মন্তব্যে। বস্তুত এই প্রসঙ্গের মধ্যে দিয়ে কার্যত মুসলিম ধর্মাবলম্বীদেরই আবারও খোঁচা দিতে ছাড়লেন না কঙ্গনা রানাওয়াত। প্রসঙ্গত, কঙ্গনা ছাড়াও বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দিতে দেখা গিয়েছে তারকাদের মধ্যে। মুখ খুলেছেন পূজা ভাট। আবার ডিভোর্স নিয়ে আমির বিরোধী ট্রলার সমালোচনা করে পাশে দাঁড়িয়েছেন র্যাম গোপাল ভার্মা।