তবে মাহির ২০০ তম ম্যাচের আগের দিন এক বিশেষ অতিথির সঙ্গে দেখা করেছিলেন দুবাইতে ৷ তিনি এখন জাস্ট মাহিতে মজে ৷ ধোনির ভক্তর সংখ্যা তো নেহাত কম নয় ৷ সেই তালকায় জানা গেল বলিউডের এই আইটেম ডান্সারের নাম ৷
advertisement
চিনতে পারলেন ইনি গঙ্গাজলের একটি আইটেম নম্বর আগুন লাগানো মান্যতা দত্ত ৷ অর্থাৎ সঞ্জয় দত্তের স্ত্রী ৷
৬৯৬ দিন বাদে সরকারিভাবে ভারতীয় দলের নেতৃত্ব দানের আগের দিন ধোনি দেখা করছিলেন তাঁর এই ফ্যান বা বন্ধুর সঙ্গে দেখা করেন ৷ নিজের
সোশ্যাল মিডিয়া প্রোফাইলে নিজেদের ছবিও দিয়েছেন মান্যতা ৷ ধোনি যেমন দুবাইতে এশিয়া কাপের ম্যাচে খেলার জন্য আছেন , তেমনি মান্যতাও গিয়েছিলেন কাজে ৷
মান্যতা নিজে একজন উদ্যেগপতি তাছাড়া সঞ্জয় দত্তের প্রোডাকশন হাউসের সিইও ৷ এই মুহূর্তে তিনি ব্যবসায়িক কাজেই দুবাইতে ছিলেন ৷ সেখানেই দু‘জনে বেশ কিছুটা কোয়ালিটি টাইম কাটান ৷