তেলুগু হরর ছবি ‘ভাগামাথি’-র হিন্দি রিমেক ‘দুর্গাবতী’। ছবিটি পরিচালনা করছেন জি অশোক। অনুষ্কা শেট্টি অভিনীত এই ছবি দক্ষিণে বেশ জনপ্রিয়। শুটিং শুরু হওয়ার খবর সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানান দিয়েছেন অভিনেতারাই। তবে শুধু এই ছবিই নয় সদ্যই যিশু শেষ করেছেন মহেশ ভাটের ছবি 'সযক টু'এর কাজ। বিদ্যা বালনের সঙ্গে তাঁর অভিনীত ছবিও 'শকুন্তলা দেবী'ও মুক্তি পাবে সামনেই। তবে কেবল বলিউড নয় সাউথেও কাজ করছেন যিশু। তবে ভূমির সঙ্গে তাঁর এই প্রথম কাজ। আতর ওপর অক্ষয়কুমারের প্রযোজনা। আপাতত এই ছবির জন্যই অপেক্ষায় দর্শক। তবে ছবি কবে মুক্তি পাবে তা এখনও কিছু বলা হয়নি।
advertisement
advertisement
Location :
First Published :
February 03, 2020 6:38 PM IST