TRENDING:

Disha Parmar Viral Video|| ব্যাচেলরেট পার্টিতে চুটিয়ে নাচলেন দিশা পারমার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...

Last Updated:

দিশার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তাঁর অনুগামীরা কমেন্ট ও লাইক দিয়ে ভরিয়ে দেয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: কাউন্টডাউন শুরু, চারহাত এক হওয়ার আগে প্রয়োজন ব্যাচেলার পার্টি, ভাইরাল দিশা পারমার। কিছুদিন হল সুখবর জানা গিয়েছে। বিগ বসের (Bigg Boss 14) ঘরে শুরু হওয়া রাহুল-দিশার প্রেম পরিণতি পেয়েছে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাহুল বৈদ্য (Rahul Vaidya) ও দিশা পারমার (Disha Parmar)। এই সময়ে একদিকে বিয়ের প্রস্তুতি যেমন থাকে তেমনই পাত্র-পাত্রীর জন্য আরও কিছু প্রাসঙ্গিক হয়ে ওঠে, যগুলি পালন করতে হয়। তার মধ্যে একটি হল ব্যাচেলার পার্টি। অভিনেত্রী দিশা পারমার তাঁর বন্ধুদের সঙ্গে এখন সেই নিয়ে ব্যস্ত। হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। ব্যস্ততা এখন তুঙ্গে। এর ফাঁকে সোমবার দিশা নিজের Instagram হ্যান্ডেলে কিছু ছবি পোস্ট করেন। যেখানে তাঁর বন্ধুদের সঙ্গে ব্যাচেলার পার্টিতে যোগ দিতে দেখা গিয়েছে। ছবির ক্যাপশনে লিখেছেন “বন্ধুরা আমি তোমাদের ভীষণ ভালবাসি”।
advertisement

দিশার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তাঁর অনুগামীরা কমেন্ট ও লাইক দিয়ে ভরিয়ে দেয়। তাঁর হবু স্বামী রাহুল বৈদ্য কমেন্টে ভালবাসায় ভরিয়ে দেন। পাশাপাশি, দিশার অনুরাগীরা কমেন্টে অভিনন্দন জানায় এবং দাম্পত্যের দীর্ঘায়ু কামনা করে। ব্যাচেলার পার্টিতে উপস্থিত দিশার বন্ধুরাও তাঁদের নিজেদের Insta হ্যান্ডেল থেকে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। শেয়ার করা পোস্টগুলির মধ্যে একটি ভিডিও ক্লিপে দিশাকে কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) ছবির গান কোয়ি মিল গেয়ার (Koi Mil Gaya) তালে নাচতে দেখা যায়।

advertisement

কিছুদিন আগেই দিশা পারমার এবং রাহুল বৈদ্য দুজনে মিলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে তারা খুব শীঘ্রই বিয়ে করছেন। লেখেন, “আমাদের পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে আমরা প্রত্যেকের সঙ্গে আমাদের বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে চাইছি। আসলে আমরা বিয়ে করতে চলেছি। এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিয়ের অনুষ্ঠান হবে ১৬ জুলাই, ২০২১। আমরা চাই আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক সবসময় ”।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Disha Parmar Viral Video|| ব্যাচেলরেট পার্টিতে চুটিয়ে নাচলেন দিশা পারমার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল