দিশার পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তাঁর অনুগামীরা কমেন্ট ও লাইক দিয়ে ভরিয়ে দেয়। তাঁর হবু স্বামী রাহুল বৈদ্য কমেন্টে ভালবাসায় ভরিয়ে দেন। পাশাপাশি, দিশার অনুরাগীরা কমেন্টে অভিনন্দন জানায় এবং দাম্পত্যের দীর্ঘায়ু কামনা করে। ব্যাচেলার পার্টিতে উপস্থিত দিশার বন্ধুরাও তাঁদের নিজেদের Insta হ্যান্ডেল থেকে কিছু ছবি ও ভিডিও শেয়ার করেন। শেয়ার করা পোস্টগুলির মধ্যে একটি ভিডিও ক্লিপে দিশাকে কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) ছবির গান কোয়ি মিল গেয়ার (Koi Mil Gaya) তালে নাচতে দেখা যায়।
কিছুদিন আগেই দিশা পারমার এবং রাহুল বৈদ্য দুজনে মিলে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন যে তারা খুব শীঘ্রই বিয়ে করছেন। লেখেন, “আমাদের পরিবারের সকলের আশীর্বাদ নিয়ে আমরা প্রত্যেকের সঙ্গে আমাদের বিশেষ মুহূর্ত ভাগ করে নিতে চাইছি। আসলে আমরা বিয়ে করতে চলেছি। এই খবর আপনাদের সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত। আমাদের বিয়ের অনুষ্ঠান হবে ১৬ জুলাই, ২০২১। আমরা চাই আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ আমাদের সঙ্গে থাকুক সবসময় ”।