বিভিন্ন দেশে ঘুরে ঘুরে মডেলিং, ফ্যাশন ফোটোশ্যুট করতে খুবই ভালবাসেন ঊর্বশী । কখনও তাঁকে দেখা যায় সোনা, রূপোর গয়নায় নিজেকে মুড়ে শ্যুট করতে, কখনও বা মরুভূমিতে, কখনও ইরাকি ঘোড়ার সঙ্গে। প্রতিবারই নিজের অভিনব সব সাজ ও কাজকর্মের জন্য খবরের শিরোনামে আসেন ঊর্বশী । এ বার তিনি সারা গায়ে কাদা মেখে রোদ পোহালেন ।
advertisement
অভিজাত ভাষায় বলতে গেলে একে বলে মাড-বাথ (mud bath) বা কাদার স্নান । যা ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে খুব সাহায্য করে । সম্প্রতি নিজের কাদা মাখা এমনই একটি ছবি নায়িকা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় । সেখানে দেখা যাচ্ছে, খোলা আকাশের নীচে, কড়া রোদের মধ্যে মাথা থেকে পা পর্যন্ত কাদা মেখে রোদে বসে রয়েছেন নায়িকা । এই কাদার স্নান এক ধরনের থেরাপি, যাতে শরীরের ব্যথা, বেদনার উপশম হয় । ত্বক টানটান থাকে । ত্বকের ঔজ্জ্বল্য বজায় থাকে । রূপ-যৌবন ধরে রাখতে সাহায্য করে এই স্নান । ছবিটি শেয়ার করে ঊর্বসী লিখেছেন, রাণী ক্লিওপেট্রাও এই মাড বাথ নিতেন । তাঁর ভক্ত হিসাবে তিনিও খুবই পছন্দ করেন এই থেরাপিটি ।
প্রসঙ্গত, অনেকেই হয়তো জানেন না এই মাড বাথ একবার নিতে খরচ হয় প্রায় ২০ হাজার টাকা । ঊর্বসীর মতো নিখুঁত, মাখনের মতো তুলতুলে নরম ত্বক পেতে আপনিও ট্রাই করতে পারেন এই মাড বাথ ।
খুব শীঘ্রই তামিল ছবিতে হাতিখড়ি হতে চলেছে ঊর্বসীর । sci-fi নামের একটি ছবিতে মাইক্রোবায়োলজিস্টের রোলে দেখা যাবে তাঁকে । এরপর 'Black Rose' ছবিতেও দেখা যাবে তাঁকে । এই ছবিটি 'Thirutu Payale 2' ছবির হিন্দি রিমেক ।