TRENDING:

আপাতত স্বস্তিতে সলমন, ১৭ জুলাই পর্যন্ত স্থগিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানি

Last Updated:

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আপাতত স্বস্তি পেলেন সলমন খান ৷ সোমবার যোধপুর আদালত এই মামলার শুনানি আগামী ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে দিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#যোধপুর: কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আপাতত স্বস্তি পেলেন সলমন খান ৷ সোমবার যোধপুর আদালত এই মামলার শুনানি আগামী ১৭ জুলাই পর্যন্ত স্থগিত করে দিল ৷
advertisement

১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বৃহষ্পতিবার সলমন খানকে দোষী সাব্যস্ত করে যোধপুর আদালত। পাঁচ বছরের জেলের সাজা শোনান বিচারক। সাজা ঘোষণার পরই যোধপুর সেন্ট্রাল জেলে নিয়ে যাওয়া হয় সলমনকে। ৪৮ ঘন্টা জেলে কাটানোর পর ৫০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন মঞ্জুর।

সেই মামলার জন্য এদিন যোধপুর আদালতে হাজিরা দেন তিনি ৷ এদিন বিচারপতি চন্দ্রকুমার সঙ্গারা শুনানি স্থগিত করে দেন।

advertisement

১৯৯৮ সালে সুরজ বরজাতিয়ার ছবি 'হাম সাথ সাথ হ্যায়'-এর শুটিং চলাকালীন তব্বু, সইফ, নীলম, সোনালীর সঙ্গে রাজস্থানের কোঙ্কনী অঞ্চলে শিকারে গিয়েছিলেন সলমন। অভিযোগ, ১ ও ২ অক্টোবরের রাতে আলাদা আলাদা দুটি জায়গায় দু’টি বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণকে গুলি করেন সলমন । হরিণ দু'টির মৃত্যু হয় ।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বিষ্ণোই সম্প্রদায় ব্যাপক সরব হয়ে ওঠে। মামলা দায়ের হয় ওই পাঁচ অভিনেতার নামে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
আপাতত স্বস্তিতে সলমন, ১৭ জুলাই পর্যন্ত স্থগিত কৃষ্ণসার হরিণ শিকার মামলার শুনানি