গজল সম্রাট অনুপ জলোটার বাড়ির আড্ডায় যাঁরা উপস্থিত ছিলেন, তাঁরা সকলেই স্বনামধন্য শিল্পী৷ আড্ডার মাঝেই অনুপজি হারমোনিয়ামে তুললেন সুর৷ গলা মেলালেন তালাত আজিজ, উদিৎ নারায়ণ, শৈলেন্দ্র সিং৷ বলিউডের পুরনো জনপ্রিয় গানে তখন রমরম করে উঠল গজল সম্রাটের ড্রইং রুম৷ গানটি হল ম্যায় শায়ার তো নেহি৷ ববি ছবির এই গান সেই সময় ছিল সুপার ডুপার হিট৷ পরবর্তীতেও এই গানের জনপ্রিয়তা যথেষ্ট৷ গানটি যাঁর গলায় গাওয়া সেই শৈলেন্দ্র সিং উপস্থিত ছিলেন আড্ডায়৷ ফলে অন্যরা গলা মেলালেও, প্রধাণত তাঁর গলায় ফের একবার শোনা গেল ম্যায় শায়ার তো নেহি৷ শুধুমাত্র হারমোনিয়ামের সঙ্গে গানটি গেয়ে ফের একবার মাতিয়ে দিলেন প্রসিদ্ধ গায়ক৷
advertisement
১৯৭৩-র বিখ্যাত ছবি ববির এই গানটি যে শুধু শোনা গেল তা নয়৷ গানের কিছু মুক্তি না পাওয়া অন্তরাও শুনিয়ে দিলেন শৈলেন্দ্রজি৷ আর এটাই যেন বড় প্রাপ্তি হল সকলের জন্য৷ আড্ডায় উপস্থিত সকলে আপ্লুত তো হলেনই, সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই গান উঠে আসতেই যেন লাইকের বন্যা বয়ে গেল৷ নিমেষেই ভিউ পৌঁছলো প্রচুর৷ রীতিমতো ভাইরাল হল ভিডিও৷ আপনারাও শুনেনি সেই অপ্রকাশিত লাইনগুলি!