TRENDING:

সিনেমায় কাজ পেতে হলে শুতে হবে পরিচালকের সঙ্গে, বিস্ফোরক অভিনেত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  ছবিতে কাজ পাওয়া নিয়ে বিস্ফোরক কথা বললেন অভিনেত্রী শ্রুতি। 'হিউম্যানস অফ বম্বে'-এর একটি পোস্টে নিজের এই অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন শ্রুতি। তবে ওই প্রযোজকের নাম কোথাও প্রকাশ করেননি। শ্রুতি লিখেছেন তাঁকে তাঁর রোলটি নিয়ে আলোচনা করার জন্য প্রযোজক ডেকে পাঠান। প্রথমে পেশাদার সুরে কাজের কথা আলোচনা করছিলেন তিনি। এরকটু পরেই সুর বদলে যায় তাঁর। প্রযোজক শ্রুতিকে তাঁর সঙ্গে এক রাত কাটানো, আপস করা ইত্যাদি প্রস্তাব দিতে শুরু করেন। শ্রুতি মুহূর্তে ঠিক করেন, এমন জবাব দেবেন যে প্রযোজক এই ধরনের কথা বলার আগে দুবার ভাববেন।
advertisement

প্রযোজকের প্রস্তাবের জবাবে শ্রুতি তাঁকে বলেন, 'নায়িকার রোল পেতে হলে আমাকে আপনার সঙ্গে শুতে হবে? নায়ককে কার সঙ্গে শুতে বলেছেন?' বলাই বাহুল্য এই জবাব আশা করেননি ওই প্রযোজক। শ্রুতি বলেন, ভয়কে একটু জয় করতে পারলেই এ ভাবে এই পরিস্থিতির মোকাবিলা করা সম্ভব। সাধারণ মানুষের ধারণা, অভিনেতাদের জীবন মানেই বিলাস আর আরাম। কিন্তু এটা ভুল। শ্রুতি মূলত মারাঠি ছবিতে অভিনয় করেন। হিন্দি ছবি বুধিয়া সিং-এ তিনি অভিনয় করেছিলেন। এমন সাহসী হতে পারলে হয়তো মিটু-র মতো এত কিছু হতই না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিনেমায় কাজ পেতে হলে শুতে হবে পরিচালকের সঙ্গে, বিস্ফোরক অভিনেত্রী