সেই ইউজার তাঁর Twitter হ্যান্ডেলে কৃশ ৪-এর একটা গোটা প্লট লিখে ফেলেন। তাতে লেখা গল্পটা ঠিক এইরকম, “নাসিরুদ্দিন শাহ ওরফে ড. সিদ্ধান্ত আরিয়াকে নিয়ে, অতীত থেকে টাইম ট্রাভেলের সাহায্যে ২০২২-এ চলে আসেন। বিশাল শক্তিশালী সুপারভিলেন হয়ে কৃশ ওরফে কৃষ্ণার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করেন। এর পর ড. আরিয়া কৃষ্ণার ছেলেকে কিডন্যাপ করে ২০০৬ সালে নিয়ে চলে যান। তখন কৃষ্ণা ও প্রিয়া তাঁদের সন্তানকে উদ্ধার করার জন্য টাইম ট্রাভেলের সাহায্য নেন। এর পর ২০০৬ সাল থেকে আবার অতীতে ফিরে যায় গল্প। সেই সময় ড. আরিয়ার খপ্পরে পড়ে যায় কৃষ্ণা। এর পর প্রিয়া অর্থাৎ প্রিয়াঙ্কা জাদুর সাহায্য নিয়ে একজন সুপারগার্ল হয়ে কৃষ্ণাকে ড. আরিয়ার খপ্পর থেকে বাঁচায়। এই পুরো গল্প পড়ে হৃতিক ফের একবার সিনেমার প্লট নিয়ে চিন্তা শুরু করেছেন।"
advertisement
২০০৩ সালে কোয়ি মিল গয়া (Koi Mil Gaya) দিয়ে এই হিট সিরিজের সূচনা হয়েছিল। তার পর ২০০৬ সালে কৃশ ও ২০১৩ সালে কৃশ-৩ (Krrish 3) মুক্তি পায়। কৃশ-এ দেখা গিয়েছিল, রোহিত মেহরা ওরফে হৃতিক একটি টাইম মেশিন তৈরি করেন। যার মাধ্যমে অতীতে বা ভবিষ্যতে যাওয়া সমম্ভব হতে পারে। এবার দেখার কৃশ-৪ দর্শকের জন্য কী চমক রাখছে। কৃশ-৪ এর পাশাপাশি হৃতিককে দেখা যাবে তামিল হিট সিনেমা বিক্রম বেদা-র (Bikram Beda) বলিউড রিমেকে এই ছবিতে তাঁর সঙ্গ দেবেন সইফ আলি খান (Saif Ali Khan)।