TRENDING:

Holi 2021: মেয়ের ছবি কখনওই প্রকাশ্যে আনেন না অক্ষয় কুমার, হোলিতে সামনে এল নিতারা!

Last Updated:

ছেলে আরভ-ও প্রচারের আলো থেকে দূরেই থাকেন । পাপারাৎজিদের ধরাছোঁয়ার বাইরে দুই সন্তানকে মানুষ করতে চান আক্কি আর ট্যুইঙ্কল । সামনা-সামনি তাদের ছবি খুব একটা পোস্টও করেন না সোশ্যাল মিডিয়ায় ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিটাউনের 'খিলাড়ি' অক্ষয় কুমার... তাঁর ঢিশুম-ঢিশুম মারে কুপোকাৎ ইয়া বড়-বড় ভিলেন! পর্দায় তাঁর মারকাটারি অ্যাকশন দেখে দর্শকাসনে সিটির চোটে কান ঠিক রাখা দায়। বাস্তব জীবনে ব্ল্যাক বেল্ট অক্ষয় কিন্তু নিতান্তই শান্ত মানুষ! টুইঙ্কল, মেয়ে নিতারা আর ছেলে আরভ-কে নিয়ে তাঁর মিষ্টি সংসার। কিন্তু এটা কী জানেন, পর্দায় যে অক্কিকে ডরায় তাবড় তাবড় গ্যাংস্টার, বাস্তবে সেই অক্ষয়কে নিজের খেলার সঙ্গী বানিয়ে ফেলেছে মেয়ে নিতারা ।
advertisement

বাবা-মেয়ের দারুণ দোস্তি । মেয়ে যেন বাবা অক্ষয়ের নয়ণের মণি । মেয়েকে সারাক্ষণ চোখে হারান অক্ষয় । কখনও নিতারার সঙ্গে ওযার্কআউট, কখনও আবার তার চুল বেঁধে দেওয়া, কখনও নিতারার সঙ্গে ওয়াটার স্পোর্টস, কখনও নিতারার খেলার সঙ্গী হওয়া...অবসর থাকলে মেয়েকে নিয়ে সময় কেটে যায় খিলাড়ির ।

রঙের উৎসবেও মেতে উঠলেন মেয়ের সঙ্গে । নিতারার সঙ্গে হলুদ আবির মেখে ভূত হলেন নায়ক । সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায় । এমনিতে সচরাচর মেয়েকে ক্যামেরার সামনে আনেন না এই তারকা দম্পতি । ছেলে আরভ-ও প্রচারের আলো থেকে দূরেই থাকেন । পাপারাৎজিদের ধরাছোঁয়ার বাইরে দুই সন্তানকে মানুষ করতে চান আক্কি আর ট্যুইঙ্কল । সামনা-সামনি তাদের ছবি খুব একটা পোস্টও করেন না সোশ্যাল মিডিয়ায় ।

advertisement

তবে হোলির দিনের ব্যাপারটা একটু আলাদা । এই দিন অন্য দিনের চেয়ে অনেকটা স্পেশ্যাল । তাই রং মাখার পর বাবার সঙ্গে পোজ দিয়ে সেলফি তুলল নিতারা । সেই ছবি পোস্টও করা হল ইনস্টাগ্রামে । অন্যদিকে, হোলি উদযাপনে মায়ের সঙ্গে খেলায় মেতে উঠেছিল খুদে । ছোটবেলার সেই প্রিয় কাটাকুটি খেলা হল বাড়ির বাগানে । গাছের ডাল, ফুল আর ছোট নুড়ি দিয়েই প্রকৃতির মাঝে জমে উঠেছিল খেলা । সেই ভিডিও পোস্ট করলেন ট্যুইঙ্কল ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

সামনেই মুক্তি পাবে অক্ষয়ের পরবর্তী ছবি আনন্দ এল রাইয়ের ‘আতরঙ্গি রে’ । ছবিতে রয়েছেন সারা আলি কান ও ধনুশ । এ ছাড়াও ‘বেল বটম’, ‘বচ্চন পান্ডে’, ‘পৃথ্বীরাজ’, ‘সূর্যবংশী’, ‘রাখিবন্ধন’, ‘রাম সেতু’র মতো বিগ ব্যানারের একাধিক ছবি রয়েছে আক্কির পাইপ লাইনে ।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Holi 2021: মেয়ের ছবি কখনওই প্রকাশ্যে আনেন না অক্ষয় কুমার, হোলিতে সামনে এল নিতারা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল