যদিও সল্লু মিঞা কখনও ইউলিয়ার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, কিন্তু তাঁদের দু'জনকে একসঙ্গে দেখে কারওরই বুঝতে অসুবিধে হয়নি-- সলমন, উইলিয়ার প্রেম জমে ক্ষীর! মাঝেমধ্যেই, সলমনের 'গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট'-এ দেখা যেত উইলিয়াকে। সল্লুর মা সালমা খান, বোন অর্পিতা, আলভিরা খানেদের সঙ্গেও যথেষ্ট সাবলীল ছিলেন তিনি।
কিন্তু গরম রোম্যান্টিক ছবিতে হঠাৎ করেই ঠান্ডা জল ঢেলে দিলেন রোমানিয়ান বিউটি! তিনি ইনস্টাগ্রামে পোস্ট করলেন, '' অতীতে করা আমার সবথেকে বড় ভুল হল-- ভেবেছিলাম, জীবনে 'রাইট পার্সন' খুঁজে পাওয়া মানেই ভালবাসা খুঁজে পাওয়া!''
advertisement
এই পোস্ট-টার পরথেকেই শুরু জল্পনা-কল্পনা! প্রীতি জিন্টার বিয়ের সময়ে প্রথম দেখা সলমন আর উইলিয়ার। এরপর প্রকাশ্যে একসঙ্গে বহু জায়গায় দেখা গিয়েছে তাঁদের। কিন্তু হালে, কোথাও যেন তফাতে চলে গিয়েছিলেন দু'জনে। সোনমের বিয়েতেও সলমনের আসেপাশে জ্যাকলিন, ক্যাটরিনা-রা ভিড় করে থাকলেও ছিলেন না উইলিয়া।