TRENDING:

Bollywood Gossip: একসঙ্গেই থাকার কথা ছিল সানি আর ডিম্পলের! জুটির বহুলচর্চিত প্রেমকাহিনি ফাঁস করলেন সহ-অভিনেত্রী

Last Updated:

Sunny Deol Dimple Kapadia Love Story:সম্প্রতি সানি-ডিম্পলের সেই বহুলচর্চিত প্রেমকাহিনির বিষয়ে মুখ খুললেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুজাতা বলেন যে, “সানি আর ডিম্পলের রসায়ন ছিল দুর্দান্ত। আর তাঁদের একসঙ্গেই থাকার কথা ছিল।”

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এক সময় সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার প্রেমের গুঞ্জনে উত্তাল ছিল বি-টাউন। বলিউডের এই ওপেন সিক্রেট কিন্তু সর্বজনবিদিত! ১৯৯৩ সালে সানি-ডিম্পল জুটির সঙ্গে ‘গুনাহ’ ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী সুজাতা মেহতা। সম্প্রতি সানি-ডিম্পলের সেই বহুলচর্চিত প্রেমকাহিনির বিষয়ে মুখ খুললেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে সুজাতা বলেন যে, “সানি আর ডিম্পলের রসায়ন ছিল দুর্দান্ত। আর তাঁদের একসঙ্গেই থাকার কথা ছিল।”
 একসঙ্গেই থাকার কথা ছিল সানি আর ডিম্পলের! জুটির বহুলচর্চিত প্রেমকাহিনি ফাঁস করলেন সহ-অভিনেত্রী
একসঙ্গেই থাকার কথা ছিল সানি আর ডিম্পলের! জুটির বহুলচর্চিত প্রেমকাহিনি ফাঁস করলেন সহ-অভিনেত্রী
advertisement

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

সিদ্ধার্থ কন্ননের সঙ্গে এক আলাপচারিতায় মুখ খুলেছিলেন সুজাতা মেহতা। তাঁর বক্তব্যই তুলে ধরেছে ফ্রি প্রেস জার্নাল। অভিনেত্রীর বক্তব্য, “আমি ওঁদের সঙ্গে ‘গুনাহ’ করেছিলাম। যেহেতু আমরা একসঙ্গে কাজ করেছিলাম, ফলে আমাদের কাছে কিছুই গোপন ছিল না। আমাদের পেশায়, আমার মনে হয়, সবটাই ছিল অত্যন্ত পেশাদার। সকলেই নিজের কাজ করেন, তারপর চলে যান। ‘গুনাহ’-র সেটে যখনই আমরা শ্যুটিং করতে যেতাম, আমরা দেখেছি ওঁদের মধ্যে অন-স্ক্রিন এবং অফ-স্ক্রিন – দুই জায়গাতেই দারুণ রসায়ন ধরা পড়ত। আসলে ওঁরা একসঙ্গে থাকার জন্যই যেন তৈরি হয়েছিলেন।”

advertisement

ওই একই সাক্ষাৎকারে সুজাতা আরও বলেন যে, প্রথমে ‘জয় জয় শিবশঙ্কর’ ছবিতে রাজেশ খান্নার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করার কথা ছিল তাঁর। কিন্তু পরে তাঁর জায়গায় নেওয়া হয়েছিল ডিম্পল কাপাডিয়াকে। কারণ রাজেশ-ডিম্পল যাতে আবার এক হয়ে যান, সেটাই চেয়েছিল তাদের দুই কন্যা। যদিও ছবিটি কখনওই মুক্তি পায়নি।

প্রসঙ্গত জানিয়ে রাখা ভাল, আশির দশকে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, সানি দেওল এবং ডিম্পল কাপাডিয়ার মধ্যে সম্পর্ক রয়েছে। ‘আগ কা গোলা’, ‘মঞ্জিল মঞ্জিল’ এবং ‘নরসিমহা’-র মতো একাধিক ছবিতে কাজ করতে করতে দু’জনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। যদিও জনসমক্ষে নিজেদের সম্পর্কে কখনওই সীলমোহর দেননি এই জুটি। বলা হয় যে, দীর্ঘ ১১ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল সানি আর ডিম্পলের। তবে সানি দেওলের প্রাক্তন প্রেমিকা অমৃতা সিং অবশ্য একবার জানিয়েছিলেন যে, ডিম্পলের সঙ্গে সম্পর্ক রয়েছে সানির।

advertisement

আরও পড়ুন- খোসা ছাড়িয়ে না খোসা সমেত? আলু কী ভাবে খেলে কমবে পটাশিয়ামের ঘাটতি? হজম হবে তরতরিয়ে…

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এর আগে অবশ্য রাজেশ খান্নার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ডিম্পল। তবে ১৯৮২ সালে এই জুটির পথ আলাদা হয়ে গিয়েছিল। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী একবার জানিয়েছিলেন যে, “আমাদের বাড়ির প্রাণোচ্ছলতা এবং আনন্দ কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আমার অসুখী দাম্পত্য জীবনে বৈষম্য এবং আমার স্বামীর অবিশ্বাস আমাদের বিয়েটাকে একটা প্রহসন করে তুলেছিল।”

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: একসঙ্গেই থাকার কথা ছিল সানি আর ডিম্পলের! জুটির বহুলচর্চিত প্রেমকাহিনি ফাঁস করলেন সহ-অভিনেত্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল