TRENDING:

Bollywood Gossip: ঘুমোতে হত মেঝেতে; দুই দাদা অনিল আর বনির সঙ্গে চেম্বুরের বাড়িতে থাকার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সঞ্জয় কাপুর

Last Updated:

মুম্বইয়ের প্রভাবশালী পরিবারগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে কাপুর পরিবার। এমনকী বি-টাউনেও তাঁদের প্রভাব যথেষ্ট।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: বলিউডের স্বনামধন্য প্রযোজক বনি কাপুর এবং জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের ছোট ভাই হলেন অভিনেতা সঞ্জয় কাপুর। মুম্বইয়ের প্রভাবশালী পরিবারগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে কাপুর পরিবার। এমনকি বি-টাউনেও তাঁদের প্রভাব ছিল যথেষ্ট।
সঞ্জয় কাপুর
সঞ্জয় কাপুর
advertisement

কিন্তু শুরুতেই সবটা এমন ছিল না। সেই সময়ের স্মৃতিচারণ করেছেন সঞ্জয় কাপুর। অভিনেতা সম্প্রতি জানান যে, চেম্বুরে ২ কামরার এক চিলতে একটি বাড়িতে থাকতেন তাঁরা। এমনকি সেই বাড়িতে তাঁদের নিজস্ব কোনও ঘরও ছিল না।

ইউটিউব চ্যানেল টাইমআউট উইথ অঙ্কিত-এ সঞ্জয় বলেন, “আমরা চেম্বুরে একটা ২ বেডরুমের হল অ্যাপার্টমেন্টে থাকতাম। ঠাকুরমার মৃত্যুর পরে আমাদের ঠাকুর্দা আমাদের সঙ্গে এসে থাকতে শুরু করেন। ফলে আমি আমার বোন রিনার সঙ্গে যে ঘরটায় থাকতাম, সেই ঘরটা ঠাকুর্দাকে দিয়ে দেওয়া হয়। আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল। কিন্তু ঠাকুর্দা আসার পর আমাদের সম্পর্ক আরও জোরালো হয়েছে। আমরা লিভিং রুমের ম্যাট্রেসে ঘুমোতাম। বাড়িতে আমাদের একটা মাত্র এসি ছিল। আর সেটা ছিল আমাদের মা-বাবার ঘরেই। ফলে আমি মাঝেমধ্যে রাতে ওঁদের ঘরের সোফায় ঘুমিয়ে পড়তাম।”

advertisement

এখানেই শেষ নয়, নিজের মা-বাবার আত্মত্যাগের কথাও তুলে ধরেন অভিনেতা। তাঁর কথায়, “আমাদের গোটা পরিবারকে বিদেশে না পাঠানো পর্যন্ত আমার মা-বাবা নিজেরাও বিদেশে যাননি। তাঁরা আমাদের সেরা স্কুলে পড়িয়েছেন। ভাল ভাল খাবারও দিতেন আমাদের। আমার সমস্ত বন্ধুই আমাদের বাড়ির সামনে খাবারের জন্য অপেক্ষা করে থাকত।”

এর আগে Galatta Plus-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে বনি কাপুর নিজেও স্মৃতিচারণ করে পরিবারের লড়াইয়ের কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে, “পৃথ্বীরাজ কাপুর আমার বাবাকে বোম্বেতে নিয়ে এসেছিলেন। আসলে আমার ঠাকুর্দাই বাবাকে পৃথ্বীরাজজির হাতে তুলে দিয়েছিলেন। কারণ তত দিনে আমার বাবা ১০-১২টি চাকরি ছেড়ে দিয়েছিল। আসলে ছেড়ে দিয়েছিলেন মানে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। কারণ আমার বাবা সব সময় কর্মচারীদের সমর্থন করেছেন। আর তাঁদের লড়াইয়ে পাশে থেকেছেন।”

advertisement

হিন্দি ফিল্মের জগতে চিত্র প্রযোজক হিসেবে দারুণ খ্যাতি অর্জন করেছেন বনি কাপুর। আবার বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন অনিল কাপুরও। কিন্তু সেদিক থেকে সঞ্জয় কাপুরের বলিউডের কেরিয়ার সেভাবে এগোয়নি। অভিনেতা হিসেবে দাদাদের মতো সাফল্য পাননি তিনি। যদিও তাঁর কেরিয়ারের সূচনা ভালই ছিল, কিন্তু পরের দিকে তা রীতিমতো মুখ থুবড়ে পড়ে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে সাম্প্রতিক কালে সঞ্জয়ের স্ত্রী মাহিপ কাপুরও চর্চার শিরোনামে উঠে এসেছেন। আসলে ফ্যাবিউলাস লাইভস অফ বলিউড ওয়াইস-এর মুক্তির সঙ্গে সঙ্গে মাহিপ কাপুর দারুণ জনপ্রিয়তা লাভ করেছেন। আপাতত সঞ্জয়-মাহিপের কন্যা শানায়া কাপুর বলিউডে পা রাখার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একটি প্রেম কাহিনির উপর হতে চলেছে শানায়ার প্রথম ছবি। আর সেখানে অভিনেতা বিক্রান্ত মাসের সঙ্গে দেখা যাবে তাঁকে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: ঘুমোতে হত মেঝেতে; দুই দাদা অনিল আর বনির সঙ্গে চেম্বুরের বাড়িতে থাকার অভিজ্ঞতা ভাগ করে নিলেন সঞ্জয় কাপুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল