TRENDING:

Bollywood Gossip: ঝুলি থেকে বেড়াল বেরিয়েই এল! স্বামী অভিষেকেকে পুরো দাবিয়ে রাখেন স্ত্রী ঐশ্বর্য্য, রইল ভাইরাল ভিডিও

Last Updated:

Bollywood Gossip:  আসলে সেলিব্রিটি পরিবারের কেলেঙ্কারি বা গসিপ সাধারণ মানুষের দারুণ মুচমুচে লাগে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: স্বামী অভিষেক বচ্চনকে বেশ চাপেই রাখেন স্ত্রী ঐশ্বর্য্য৷  ঐশ্বর্য্য রাই বচ্চনের একটি পুরানো ভিডিওতে দেখা যাচ্ছে  তার স্বামী অভিষেক বচ্চন এবং ননদের নভ্যা নাভেলি নন্দার উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করছেন৷  ভিডিওটি পুরনো হলেও  ইন্টারনেটে একেবারে আগুন ধরিয়ে দিয়েছে৷ বচ্চন পরিবারের সাংসারিক মনোমালিন্য সামনে দেখার এবং সেখানে কমেন্ট করার লোভ সামলাতে পারছেন না কেউই৷  সোশ্যাল মিডিয়ায় সুপার ভাইরাল হচ্ছে বচ্চন পরিবারের কেচ্ছা। ভিডিওটি মূলত একজন Reddit ব্যবহারকারী শেয়ার করেছেন।
অভিষেক বচ্চনকে মুখ ঝামটা ঐশ্বর্য্যার
অভিষেক বচ্চনকে মুখ ঝামটা ঐশ্বর্য্যার
advertisement

ভিডিওটি গত বছরের যখন ঐশ্বর্য্য রাই বচ্চন, কন্যা আরাধ্যা বচ্চন, নভ্যা নাভেলি নন্দা এবং সিকান্দার খের সকলেই অভিষেক বচ্চনের সাথে প্রো কাবাডি লিগে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের খেলা দেখতে এসেছিলেন।

আরও দেখুন -

দেখে নিন ঠিক কীভাবে স্বামীকে দাবায়ে রাখেন তাঁর সুন্দরী স্ত্রী, রইল ভাইরাল ভিডিও

advertisement

Aishwarya rolls eyes at Abhishek then snaps at Navya 🤣 🤣

by u/asamshah in BollyBlindsNGossip

ভাইরাল ভিডিওতে, অভিষেক বচ্চনকে ঐশ্বর্য্যা রাই বচ্চনকে এমন কিছু বলছেন এরপরেই স্বামীর দিকে 'চোখ পাকিয়ে' থাকেন তিনি। পরে, নব্যা নাভেলি নন্দা ঐশ্বর্য্যা রাই বচ্চনের সঙ্গেও কথা বলতে চেষ্টা করছে দেখা গেলে তবে অভিনেত্রী আপাতদৃষ্টিতে তাঁর উপরও রেগে যান। অনুপম খের এবং কিরণ খেরের ছেলে সিকান্দার খেরকেও বচ্চন পরিবারের সঙ্গে বসে এই সময়ে খেলা দেখছিলেন৷ ঐশ্বর্য্যার ব্যবহারে তাঁকেও হালকা লজ্জিত মনে হয়৷

advertisement

আরও পড়ুন - Thriller Video: হৃদয় শক্ত তো তবেই দেখুন আইপিএলের এই থ্রিলিং ভাইরাল ভিডিও

অভিনেত্রী পূজা হেগড়ে এবং  আরাধ্যা বচ্চনকেও ভিডিওতে দেখা যায়।

আসলে সেলিব্রিটি পরিবারের কেলেঙ্কারি বা গসিপ সাধারণ মানুষের দারুণ মুচমুচে লাগে৷  ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। বিভিন্ন নেটিজেনরাই এইভাবে প্রকাশ্যে নিজের স্বামীকে মুখ ঝামটা দেওয়ার জন্য বেশ নিন্দা করেছেন৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Gossip: ঝুলি থেকে বেড়াল বেরিয়েই এল! স্বামী অভিষেকেকে পুরো দাবিয়ে রাখেন স্ত্রী ঐশ্বর্য্য, রইল ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল