সম্প্রতি জেনেলিয়া একটি পুরনো ভিডিও পোস্ট করেছেন । যা দেখে হেসেই খুন নেটিজেনরা । ভিডিওটি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের । ২০১৯ সালের IIFA Awards-এর মঞ্চে এমন মজার ঘটনাটি ঘটেছিল । ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিতেশ আর জেনেলিয়া । উপস্থিত ছিলেন প্রীতি জিন্টাও । প্রীতির সঙ্গে দেখা হতেই রিতেশ তাঁর সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন । প্রীতির হাতে চুমুও খান অভিনেতা । পাশেই দাঁড়িয়ে ছিলেন জেনেলিয়া । গোটা ঘটনাটিই প্রত্যক্ষ করছিলেন তিনি । ধীরে ধীরে তাঁরমুখের অভিব্যক্তিগুলো বদলে যেতে থাকে । হাসি হাসি মুখটি নিমেষে রাগে-দুঃখ ভারী হয়ে ওঠে । এরপরের স্ক্রিনেই দেখা যাচ্ছে, এই ঘটনার পর বাড়ি ফিরে রিতেশের উপর ঠিক কী ভাবে চড়াও হয়েছিলেন তিনি । আর তাতে রিতেশের কী দশাটাই না হয়েছিল ।
advertisement
গোটা ঘটনাটিই কিন্তু মজার ছলে পোস্ট করেছেন অভিনেত্রী । ভিডিওটির ক্যাপশনে লিখেছেন, ‘‘জানতে চান বাড়ি ফেরার পর কী হয়েছিল?’’