TRENDING:

Gauahar Khan|| বিয়ের ৮ মাসের মাথাতেই স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন গওহর খান! বিস্ফোরক অভিযোগ...

Last Updated:

Gauahar Khan: বিয়ের ৮ মাসের মাথাতেই স্বামীর জাইদ দরবারের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী গওহর খান। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এক সাক্ষাৎকারে বিস্ফোরক অভিযোগ জানিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বি-টাউনের অন্যতম হট কাপল জাইদ দরবার (Zaid Darbar) এবং গওহর খান (Gauhar khan)। কিন্তু এই তারকাজুটির মাঝপথেই বিয়ে ভাঙতে গিয়েছিল। তাও আবার জাইদ দরবারের কারণে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী গওহর খান। কিন্তু কেন?
advertisement

গওহর জানান, জাইদ তাঁকে বলেছিলেন যে তিনি যদি তাঁর একটি ইচ্ছা না পূরণ করেন তবে তিনি বিয়ে করবেন না। জাইদ গওহরকে বলেছিলেন যে তিনি সব কিছু সহ্য করতে পারেন, বিয়েতে গওহর যা খুশি পরতে পারেন, কিন্তু তাঁর না কি মেহেন্দি খুব পছন্দের। তাই যদি গওহর মেহেন্দি না পরেন, তবে বিয়েটাই হবে না। বাধ্য হয়ে গওহরকে তাঁর কথা শুনতে হয়েছিল।

advertisement

বেশ কয়েক মাস ডেট করার পর গওহর খান এবং জাইদ দরবার গত বছরের ২৫ ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন। জাইদ গত বছরের জুলাই মাসে গওহরকে প্রথম একটি সুপারমার্কেটে দেখেছিলেন বলে জানা যায়। প্রথম দেখাতে গওহরের প্রেমে হাবুডুবু খেয়েছিল জাইদ, সুন্দরীকে অনেক কষ্টে ডেটের জন্য রাজি করাতে হয়েছিল।

কফি টাইম উইথ গৃহয় (Coffee Time with Griha) দেওয়া এক সাক্ষাৎকারে গওহর বলেন, ‘জাইদ আমাকে বলেছিলেন যে আমি সব কিছু সহ্য করতে পারি, আপনার কাজের সময়সূচী সব কিছু, কিন্তু যদি আপনি বিয়েতে মেহেন্দি না পরেন, তাহলে এই বিয়ের কথা ভুলে যেতে হবে’।

advertisement

বলিউডের অভিনেত্রী আরও বলেন, ‘বিয়ের পর জাইদ আমার কাজ নিয়ে কোনও প্রশ্ন তোলেননি, আসলে আমি ভেবেছিলাম বিয়ের পরে সদ্য শুটিং করা নিয়ে সমস্যা হতে পারে, কিন্তু উনি আমার কাজ নিয়ে যথেষ্ট উৎসাহী ছিলেন। ১৪ ফেরে ছবিতে আমি নিজেই হাতে মেহেন্দি পরেছিলাম, ভগবান জানেন কী ভাবে সেটা সুন্দর হল! আরও মজার ব্যাপার এই যে বিয়ের পরে আমি যে কটা শট দিয়েছি, তার সবগুলোতেই বিয়ের দৃশ্য ছিল"!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সম্প্রতি এই দম্পতি রাশিয়ার মস্কোতে তাঁদের মধুচন্দ্রিমায় গিয়েছিলেন। Instagram-এ সেই ট্রিপ থেকে জাইদের সঙ্গে গওহর বেশ কয়েকটি ছবি এবং ভিডিও শেয়ার করেছেন। তাঁর এই ছবি, ভিডিও এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল!

বাংলা খবর/ খবর/বিনোদন/
Gauahar Khan|| বিয়ের ৮ মাসের মাথাতেই স্বামীর বিরুদ্ধে মুখ খুললেন গওহর খান! বিস্ফোরক অভিযোগ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল