TRENDING:

Malaika থেকে Deepika, পুজোর সাজে সঙ্গে থাকুক Bollywood-ডিভার ফ্যাশন ট্রেন্ড!

Last Updated:

Deepika Padukone হতে চান! ঘুরতে বেরোতে না-পারলেও সেজেগুজে হাউজ পার্টি বা ঘরোয়া আড্ডাই হয়ে যাক!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গত বছরের উৎসবের মরসুমে সে ভাবে আনন্দ করতে পারেননি মানুষজন। দুর্গাপুজোও (Durga Puja) পালিত হয়েছে বিধিনিষেধের গেরোয়। কিন্তু এ বার সেই বিধিনিষেধ পুরোপুরি না উঠলেও খানিক শিথিল রয়েছে। ফলে এই বছরও মানুষ আদৌ আনন্দ করতে পারবে কি না, তা এখনও স্পষ্ট নয়। কিন্তু তা বলে কি শপিং বন্ধ থাকবে? সাজগোজ থেমে থাকবে? আরে, পুজোতো বছরে এক বারই আসে! তাই ঘুরতে বেরোতে না-পারলেও সেজেগুজে হাউজ পার্টি বা ঘরোয়া আড্ডাই হয়ে যাক! তা হলে দেখে নেওয়া যাক, এই বছরের উৎসবের ফ্যাশন (Festive Fashion) ট্রেন্ড! পুজোর ৪ দিন কেমন সাজলে ভালো হয়, সেই বিষয়ে একটা আইডিয়াও পেয়ে যাওয়া যাবে!
প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরে দীপিকা পাড়ুকোনের মত বলিউডের প্রথম সারির অভিনেত্রীকেও মাদক যোগে ডেকে পাঠানো হয়েছিল। এনসিবির তরফে তাঁকে জেরা করা করা হয়েছিল। এমনকী সইফ কন্যা সারা আলি খানকেও ডেকে জেরা করা হয়েছিল সেসময়। জেরার মুখে পড়তে হয়েছিল রকুল প্রীত সিংকেও।
প্রসঙ্গত উল্লেখ্য সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার পরে দীপিকা পাড়ুকোনের মত বলিউডের প্রথম সারির অভিনেত্রীকেও মাদক যোগে ডেকে পাঠানো হয়েছিল। এনসিবির তরফে তাঁকে জেরা করা করা হয়েছিল। এমনকী সইফ কন্যা সারা আলি খানকেও ডেকে জেরা করা হয়েছিল সেসময়। জেরার মুখে পড়তে হয়েছিল রকুল প্রীত সিংকেও।
advertisement

সোনার মতো ঝলমলে:

ফ্যাশনে এই ট্রেন্ড বরাবরই ইন। ঝলমলে পোশাকের মধ্যে অন্যতম সিক্যুইন শাড়ি অথবা সিক্যুইন পোশাক। যা একটা নাটকীয় লুক এনে দেয়। আর এই ধরনের সোনালি ঝলমলে পোশাকের সঙ্গে পান্না অথবা হিরের গয়না পরলে দারুণ মানায়। ফ্যাশনিস্তা মালাইকা অরোরাকে (Malaika Arora) প্রায়শই এই ধরনের বোল্ড স্টাইল ক্যারি করতে দেখা যায়।

advertisement

আরও পড়ুন - Government Job recruitment: ক্লাস টেন পাস! ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সে প্রচুর চাকরির সুযোগ

মোনোটোন:

এই ট্রেন্ড কখনওই পুরনো হতে পারে না। আর সেই সঙ্গে এই ধরনের সাজে গড়বড় হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। মোনোটোন এমন একটি ফ্যাশন ট্রেন্ড, যা সাধারণ কিন্তু খুবই নজরকাড়া। যেমন, সম্প্রতি একটি ফটোশ্যুটে কিয়ারা আডবানি (Kiara Advani) একটি সতেজ সবুজ রঙের শাড়ির সঙ্গে মানানসই একটি ফ্লোরাল ব্লাউজও পরেছিলেন। যা তাঁর মোনোটোন লুকে আলাদাই একটা চমক এনে দিয়েছে।

advertisement

কালার ব্লক:

বর্তমানে এই ট্রেন্ডও বেশ ইন। বিভিন্ন রঙের মিশেল এই ট্রেন্ডের বিশেষত্ব। সম্প্রতি অভিনেত্রী দীপিকা পাডুকোন (Deepika Padukone) ডিজাইনার পায়েল খান্ডেলওয়ালার কালেকশনের একটি প্লিটেড শাড়ি পরেছিলেন। সঙ্গে বেছে নিয়েছিলেন উজ্জ্বল হলুদ রঙের ব্লাউজ এবং কানে ছিল অ্যাকোয়া রঙের দুল। আর চুলটাকে নিচু করে একটা ছোট্ট খোঁপা বা বান করেছিলেন। ছিমছাম অথচ নজরকাড়া সাজ তাঁকে আরও মোহময়ী করে তুলেছিল।

advertisement

আরও পড়ুন - আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক, Sara Tendulkar-এ মজে Bollywood, তিনি কোন ক্রিকেটারের ছবি করলেন শেয়ার

সাদায় বাজিমাত:

ফ্যাশন স্টেটমেন্ট যাবে-আসবে। কিন্তু সাদা সব সময় ফ্যাশনে ইন থাকবে। হয় তো মন স্থির করা যাচ্ছে না যে কী পরলে ভালো হয়, চোখ বুজে সাদার ওপর ভরসা রাখা যায় এক্ষেত্রে। আর সাদা শাড়ি হলে তো কথাই নেই! তার সঙ্গে স্টেটমেন্ট ব্লাউজ বেছে নেওয়া যায়। আর সাজ সম্পূর্ণ করতে নজরকাড়া কোনও গয়না পরে নিলেই হল। সম্প্রতি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) একটি সাদা শাড়িতে ক্যামেরায় ধরা দিয়েছেন। আর তাঁর সাদা শাড়ির জমি জুড়ে ছিল এমব্রয়ডারির কাজ। ফলে ওই সাদা শাড়ি জ্যাকলিনের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে তুলেছিল।

advertisement

আরও পড়ুন - আটোঁসাঁটো পোশাকে সাদা মাখন ত্বক, Sara Tendulkar-এ মজে Bollywood, তিনি কোন ক্রিকেটারের ছবি করলেন শেয়ার

হ্যান্ডলুমের ম্যাজিক:

বর্তমান ফ্যাশন ট্রেন্ডের মধ্যমণি হ্যান্ডলুম। আর তা ভীষণ জনপ্রিয় হয়েছে। বিভিন্ন বড় বড় ডিজাইনার সংস্থাগুলিও ভারতীয় কারুশিল্প তুলে ধরছে। দেশের বিভিন্ন অংশের হ্যান্ডলুম পোশাক ভীষণই পছন্দ করছেন নানা স্তরের মানুষ। এর মধ্যে হ্যান্ড ব্লক প্রিন্ট বেশ উল্লেখ্য। কঙ্কণা সেন শর্মা (Konkona Sen Sharma) থেকে শুরু করে বিদ্যা বালন (Vidya Balan)- সকলেই আজকাল হ্যান্ডলুম বেছে নিচ্ছেন।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Malaika থেকে Deepika, পুজোর সাজে সঙ্গে থাকুক Bollywood-ডিভার ফ্যাশন ট্রেন্ড!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল