বিধায়ক সুখপাল সিং খারিয়া আগে কংগ্রেসে ছিলেন । সম্প্রতি তিনি আম আদমি পার্টিতে যোগ দিয়েছিলেন । তাঁর বিরুদ্ধে মাদক পাচার ও ভুয়ো পাসপোর্ট কারবার চালানোর অভিযোগ রয়েছে । ইডি সূত্রে খবর, খারিয়ার তরফে ২০১৮-১৯ সালে ওই তিন ডিজাইনারকে লক্ষাধিক টাকা দেওয়া হয়েছে । এই লেনদেন কেন, তার হিসাব জানতেই জিজ্ঞাসাবাদ করা হবে তিন ডিজাইনারকে ।
advertisement
তবে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে খারিয়া বলেছেন, ‘‘এই প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করে কোনও লাভ নেই । আপনারা বরং ইডি বা ডিজাইনারদের সঙ্গে কথা বলতে পারেন । আমি এঁদের কাছ থেকে আমার মেয়ের বিয়ের সময় ৩-৪ লাখ টাকার কয়েকটি ওয়েডিং লেহেঙ্গা কিনেছিলাম, ব্যাস । এই সামান্য কেনাকেটার ঘটনাকে কী করে আর্থিক তছরুপের তকমা দেওয়া যেতে পারে আমি জানি না ।’’
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 24, 2021 8:19 AM IST